Advertisment

মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ মন্ত্রীর বাড়িতে গুলিতে ঝাঁঝরা যুবক, রক্তাক্ত কাণ্ডে তোলপাড়

ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
lucknow, lucknow murder, lucknow mp, lucknow mp Kaushal Kishore, kaushal kishore home murder, kaushal kishore son, uttar pradesh minister house murder, lucknow mp kaushal kishore, kaushal kishore house murder news

প্রতীকী ছবি

উত্তরপ্রদেশে কেন্দ্রীয় মন্ত্রী কৌশল কিশোরের বাড়িতে গুলি করে খুন করা হয় এক যুবককে। জানা গিয়েছে মৃত যুবকের নাম বিনয় শ্রীবাস্তব (২৮)। বিনয়ের কপালে গুলি লাগে বলেই জানিয়েছে পুলিশ। খুনের খবর পেয়ে বিরাট পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে আসেন ডিসিপি পশ্চিম রাহুল রাজ, এসিপি কাকোরি অনুপ কুমার সিং। ফরেনসিক দল ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য প্রমাণ সংগ্রহ করেছে।

Advertisment

শুক্রবার উত্তরপ্রদেশের লখনউতে কেন্দ্রীয় মন্ত্রী কৌশল কিশোরের বাড়িতে গুলি করে খুন করা হয় এক যুবককে। ঘটনাস্থল থেকে মন্ত্রীর ছেলের নামে একটি লাইসেন্স করা পিস্তল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনায় মূল অভিযুক্ত বিকাশ শ্রীবাস্তব কৌশল কিশোরের ছেলের বন্ধু , মৃতদেহ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে এবং তদন্ত চলছে

মন্ত্রীর ছেলে বিকাশ কিশোরকে লাইসেন্স করা পিস্তল দিয়ে গুলি করা হয়েছে ওই যুবককে। গুলি যুবকের মাথায় লাগে এবং ঘটনাস্থলেই সে মারা যায়। নিহত যুবকও বিজেপি সাংসদের ছেলের বন্ধু। এ ঘটনায় ব্যবহৃত পিস্তল উদ্ধার করা হয়েছে। মন্ত্রী কৌশল কিশোর ঘটনার বিষয়ে পুলিশ কমিশনারকে জানান। তার পরে ডিসিপি পশ্চিম রাহুল রাজ, এডিসিপি চিরঞ্জীব নাথ সিনহা, এসিপি চৌক সুনীল সিং এবং অন্যান্য অফিসাররা ফরেনসিক এবং ডগ স্কোয়াড সহ ঘটনাস্থলে পৌঁছান । এই ঘটনায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডিসিপি পশ্চিম রাহুল রাজ জানিয়েছেন, বিনয় শ্রীবাস্তবকে গুলি করা হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল পাওয়া গেছে। পিস্তলটি বিকাশ কিশোরের বলে জানা গেছে। সব দিক খোলা রেখে তদন্ত করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফরেনসিক দলও ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতের পরিবারের সদস্যরা থানায় অভিযোগ দায়ের করেছেন।

কেন্দ্রীয় মন্ত্রী কৌশল কিশোর বলেছেন, কী ঘটনা ঘটেছে তা তদন্তাধীন। ঘটনার কথা জানতে পেরে পুলিশ কমিশনারকে ফোন করে বিষয়টি জানাই। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Shootout
Advertisment