পুলিশের খাতায় নাম উঠল এবার বাঁদরের। যেমন তেমন অপরাধ তো নয়। একেবারে কিনা মানুষ খুন! হ্যাঁ, আর সে অভিযোগেই এবার ওই বাঁদর কুলের বিরুদ্ধে এফআইআর করতে মরিয়া মৃতের পরিবার। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের টিকরি গ্রামে। গত ১৭ অক্টোবর বাঁদরদের ছোড়া পাথরের ঘায়ে জখম হয়ে মৃত্যু হয়েছে ৭০ বছর বয়সী এক ব্যক্তির, এমন অভিযোগ ঘিরেই শোরগোল পড়েছে যোগীরাজ্যে।
এ ঘটনা প্রসঙ্গে সার্কেল অফিসার রমলা রাজীব প্রতাপ সিং সংবাদ সংস্থা পিটিআইকে জানান যে, ধরমপাল নামে ওই ব্যক্তি যেখানে ঘুমোচ্ছিলেন, তার পাশে ইট রাখা ছিল। কয়েকটা বাঁদর ইটের উপর লাফাতে গেলে, ইটগুলো ওই ব্যক্তির গায়ের উপর পড়ে যায়। যার জেরে ওই ব্যক্তি জখম হন। প্রথমে ধরমপালকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন: পেঁচার ছবি তুলে বিশ্বসেরা দশ বছরের আর্ষদীপ
অন্যদিকে, এ ঘটনা প্রসঙ্গে মৃতের ভাই কৃষ্ণপাল সিং অভিযোগ করেছেন যে, যজ্ঞ করার জন্য কাঠ সংগ্রহ করছিলেন ধরমপাল। সেসময়ই বাঁদররা তাঁর উপর চড়াও হয়, তাঁর মাথা ও বুকে ইট ছোড়ে। যার জেরেই তিনি জখম হন। এ ব্যাপারে তিনি বলেন, "বাঁদরগুলোর বিরুদ্ধে আমরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। কিন্তু পুলিশ এটাকে বলছে নিছক দুর্ঘটনা।" তিনি আরও বলেন যে, এ ব্যাপারে তিনি শীর্ষ আধিকারিকদের সঙ্গে দেখা করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আর্জি জানাবেন। এদিকে, মানুষ খুনের অভিযোগে বাঁদরের নামে থানায় অভিযোগ ঘিরে অনেকেই চমকেছেন।
Read the full story here in English