Advertisment

Bengaluru Rameshwaram cafe blast: ১২ দিনের লুকোচুরির শেষ, NIA-এর জালে ধরা পড়ল ক্যাফে বিস্ফোরণের মূল চক্রী

কেন্দ্রীয় তদন্ত সংস্থার হাতে আটক ব্যক্তির নাম সৈয়দ শাব্বির।

author-image
IE Bangla Web Desk
New Update
Bengaluru Rameshwaram Cafe Blast

বিস্ফোরণের এক সপ্তাহ পর বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড এলাকার রামেশ্বরম ক্যাফে আবার চালু হয়েছে। (এক্সপ্রেস ছবি)

১২ দিনের লুকোচুরির শেষ। NIA-এর জালে ধরা পড়ল ক্যাফে বিস্ফোরণে মাস্টার মাইন্ড। বেঙ্গালুরুতে ১ মার্চ রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণে ঘটনায় বড় সড় সাফল্য পেয়েছে NIA

Advertisment

রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত সন্দেহভাজনকে গ্রেফতার করেছে জাতীয় তদন্ত সংস্থা। অভিযুক্তের নাম শাব্বির। কর্ণাটকের বেল্লারি থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

কর্ণাটক সরকার গত ৫ ই মার্চ রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনার তদন্ত এনআইএ-র কাছে হস্তান্তর করে। ক্যাফেতে বিস্ফোরণ কাণ্ডে আহত হয়েছেন ১০ জন। এর পরে এনআইএ সন্দেহভাজনের বিষয়ে তথ্য দেওয়ার জন্য ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে পাশাপাশি তাকে 'ওয়ান্টেড' হিসাবেও ঘোষণা করা হয়।

১ মার্চ বেঙ্গালুরুতে ক্যাফে বিস্ফোরণে মোট ১০ জন আহত হয়। বিস্ফোরণের সময় ক্যাফেতে বহু মানুষ উপস্থিত ছিলেন। সিসিটিভি ফুটেজে এক সন্দেহভাজন ব্যক্তিকে দেখা যায় ক্যাফের কাউন্টারে একটি ব্যাগ রাখতে। মাত্র কয়েক সেকেণ্ডের মধ্যে সেটিতে প্রবল বিস্ফোরণ হয়। এর পরে, বেঙ্গালুরু পুলিশ তদন্ত শুরু করে এবং পরে ৫ মার্চ তদন্তটি NIA-কে হস্তান্তর করে।

আরও পড়ুন : < Electoral bonds: নির্বাচনী বন্ড সম্পর্কিত তথ্য হস্তান্তর কমিশনকে, শীর্ষ আদালতে হলফনামা দিয়ে জানাল SBI >

সিসিটিভি ফুটেজ স্ক্যান করার পরে, এনআইএ অভিযুক্তদের ধরতে তাদের ছবি প্রকাশ করে। সেই সঙ্গে ১০ লাখ টাকা পুরস্কারও ঘোষণা করে তদন্তকারী সংস্থা। তদন্তে জানা গিয়েছে রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরক বোঝাই ব্যাগ রাখার পর অভিযুক্ত একটি মসজিদে গিয়ে পোশাকও বদল করে। তদন্তকারী সংস্থা সন্দেহভাজন ব্যক্তির টুপিও খুঁজে পেয়েছে। পরে বাসে তার ভ্রমণের ফুটেজও সামনে আসে।

NIA
Advertisment