Advertisment

প্রাক্তনের উপহারেই ওঁত পেতে ছিল বিপদ, বিকট শব্দে বিস্ফোরণ, মৃত্যু বরের, গ্রেফতার ‘রোমিও’

এই ঘটনায় দেড় বছরের এক শিশু সহ সহ আরও চারজন আহত হয়েছেন

author-image
IE Bangla Web Desk
New Update
Chhattisgarh, Chhattisgarh kills ex-lover, Chhattisgarh man bombay on ex-lover, Chhattisgarh news, india news, indian express

বিয়েতে প্রাক্তনের 'বোমা' উপহার! আর তা ফেটেই মৃত্যু হল বরের। আহত আরও ৪। শোরগোল ফেলে দেওয়ার মত ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের কবিরধাম জেলায়। হোম থিয়েটার মিউজিক সিস্টেম প্লাগ ইন করার সঙ্গে সঙ্গে বিকট শব্দে ঘটে বিস্ফোরণ। পুলিশ তদন্তে জানতে পারে কনের প্রাক্তন প্রেমিক হোম থিয়েটারটি বিয়েতে উপহার হিসাবে দিয়েছিলেন।

Advertisment

প্রেমে ধোঁকা খেয়ে গার্লফ্রেন্ড ও হবু বরকে নিখুঁত কায়দায় খুনের পরিকল্পনা করলেন প্রাক্তন প্রেমিক। বিয়েতে উপহার হিসাবে পাঠালেন হোম থিয়েটার । তাতে আগে থেকেই বোম ফিট করা ছিল। সেটি প্লাগে গুঁজতেই বিকট শব্দে বিস্ফোরণে কেঁপে ওঠে চারিদিক। এই ঘটনায় মৃত্যু হয়েছে বর ও তার ভাইয়ের।

সোমবার ছিল বিয়ের অনুষ্ঠান। বিয়েতে উপহার পাওয়া এবং হোম থিয়েটার সিস্টেম প্লাগ ইন করার সময় বিকট শব্দে হয় বিস্ফোরণ। বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় বর ও তার ভাইয়ের। বিস্ফোরণে আরও চারজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে তদন্তে জানা গেছে যে হোম থিয়েটারে বিস্ফোরক ভর্তি ছিল। সেটি নববধূর প্রাক্তন প্রেমিক উপহার হিসাবে বিয়েতে দিয়েছিলেন। ঘটনাটি ছত্তিশগড়ের কবিরধাম জেলার।

বিস্ফোরণের প্রভাবে ঘরের দেওয়াল ও ছাদের কিছু অংশ ভেঙে পড়ে। পুলিশ জানিয়েছে, হোম থিয়েটার সিস্টেম চালু করার সময় একটি বিকট বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই বরের মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় বরের ভাই হাসপাতালেই মারা যায়। পুলিশ অভিযুক্তকে সারজুকে গ্রেফতার করেছে।

কবিরধামের অতিরিক্ত পুলিশ সুপার মনীষা ঠাকুর বলেছেন যে জিজ্ঞাসাবাদের সময়, অভিযুক্ত স্বীকার করেছে যে সে প্রেমে প্রত্যাখাত হয়ে বদলা হিসাবেই করে এই মাস্টার প্ল্যান। বিয়েতে যে হোম থিয়েটার সিস্টেমটি উপহার হিসাবে দেওয়া হয় তার ভিতরে ছিল বিস্ফোরক। পুলিশ জানায়, বরের নাম হেমেন্দ্র মারাভি। বিয়ে হয় ১ এপ্রিল। এই ঘটনায় দেড় বছরের এক শিশু সহ সহ আরও চারজন আহত হয়েছেন এবং তাদের স্থানীয় জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রাজকুমারের। অন্যদের চিকিৎসা চলছে হাসপাতালে।

Blast
Advertisment