Advertisment

ফের ছড়াল অশান্তির আগুন, জ্বালিয়ে দেওয়া হল বাড়িঘর, রেয়াত করা হল না বাহিনীকেও

নিরাপত্তা বাহিনীর বাসেও আগুন দিয়েছে উন্মত্ত জনতা।

author-image
IE Bangla Web Desk
New Update
manipur violence, mob violence in manipur, violence in manipur, manipur news, buses set on fire, indian express

মণিপুরের মোরে-তে ব্যাপক উত্তেজনা। জ্বালিয়ে দেওয়া হয়েছে একাধিক বাড়ি, নিরাপত্তা বাহিনীর বাসেও আগুন দিয়েছে উন্মত্ত জনতা।

Advertisment

কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার মণিপুরের মোরে-তে একদল দুষ্কৃতী বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেয়।মায়ানমার সীমান্তের কাছে মোরে বাজার এলাকায় ঘটে এই অগ্নিসংযোগের ঘটনা। কর্মকর্তারা বলেছেন, কাংপোকপি জেলায় জনতা নিরাপত্তা বাহিনীর দুটি  বাসে আগুন লাগানোর কয়েক ঘন্টা পরে এই ঘটনা ঘটে। যদিও এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

মণিপুরের মোরে, জনতা বাড়িঘরে অগ্নিসংযোগ করেছে, নিরাপত্তা বাহিনীর বাসকেও লক্ষ্যবস্তু করেছে উন্মত্ত জনতা। আধিকারিকরা জানিয়েছেন, কাংপোকপি জেলায় জনতা নিরাপত্তা বাহিনীর দুটি বাসে আগুন দেওয়ার কয়েক ঘণ্টা পরেই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বুধবার মণিপুরের মোরেহ জেলায় একদল দুর্বৃত্ত বেশ কয়েকটি বাড়িতে আগুন দিয়েছে। কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এসব খালি বাড়িগুলি ছিল মায়নামার সীমান্তের কাছে মোরে বাজার এলাকায়। আধিকারিকরা জানিয়েছেন, কাংপোকপি জেলায় একটি জনতা নিরাপত্তা বাহিনীর দুটি বাসে আগুন দেওয়ার কয়েক ঘণ্টা পরেই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

মঙ্গলবার সন্ধ্যায় ডিমাপুর থেকে বাসগুলো আসার সময় সাপুরমিনায় এ ঘটনা ঘটে।কর্মকর্তারা বলেছেন যে স্থানীয় লোকেরা সাপোরমিনায় মণিপুরের রেজিস্ট্রেশন নম্বর সহ বাসগুলিকে থামিয়ে তাতে অন্য সম্প্রদায়ের কোনও সদস্য আছে কিনা তা পরীক্ষা করছিলেনীই সময় তাদের মধ্যে কয়েকজন বাসে আগুন ধরিয়ে দেয়।

উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে প্রায় তিন মাস আগে জাতিগত হিংসা শুরু হয়েছিল, তখন থেকে ১৬০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছে এবং শতাধিক আহত হয়েছেন।

Manipur
Advertisment