'সিআরপিএফ না থাকলে'....! হিংসা নিয়ে মুখ খুললেন মণিপুরের মুখ্যমন্ত্রী।
মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং রাজ্যে ফের হিংসা পরিস্থিতি এবং তা রুখতে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। মুখ্যমন্ত্রী বীরেন সিং বলেছেন যে জিরিবাম জেলায় সন্ত্রাসবাদী হামলার সময় সিআরপিএফের সময়মত হস্তক্ষেপ করায় বহু মানুষের জীবন বাঁচানো সম্ভব হয়েছিল।
মুখ্যমন্ত্রী বীরেন সিং বৃহস্পতিবার এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ১০ জন কুকি জঙ্গি জিরিবামের একটি ত্রাণ শিবিরে প্রবেশ করার চেষ্টা করেছিল, যেখানে ১১৫ জন বাস্তুচ্যুত লোক আশ্রয় নিয়েছিল। কিন্তু সিআরপিএফ তাদের পরিকল্পনা ব্যর্থ করে। ১১ নভেম্বর কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ১০ কুকি জঙ্গিদের সবাই নিহত হয়। এনকাউন্টারে আহত হয়েছেন এক CRPF জওয়ান।
সৌরবিদ্যুৎ প্রকল্প পেতে ২২০০ কোটিরও বেশি ঘুষের প্রস্তাব, গৌতম আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
'এটা দুর্ভাগ্যজনক যে ৮ জন নিরীহ মানুষ নিহত হয়েছেন'
বীরেন সিং আরও বলেন, "সিআরপিএফ মোতায়েন না হলে বহু সাধারণ মানুষ প্রাণ হারাতে পারত। কুকি জঙ্গিরা রকেট লঞ্চার, একে ৪৭ এবং অনেক অত্যাধুনিক অস্ত্র নিয়ে এসেছিল। তারা পুলিশ ক্যাম্পে হামলা করে এবং ঘটনাস্থলেই দুজনকে হত্যা করে। তারা ত্রাণ শিবিরে প্রবেশের চেষ্টা করছিল, যেখানে ১১৫ জন মেইতি সম্প্রদায়ের সাধারণ মানুষ আশ্রয় নিয়েছিল। কিন্তু সিআরপিএফ সময়মত হস্তক্ষেপ করে যার কারণে ১১৫ জনের জীবন রক্ষা পায়। তবে এটা খুবই দুর্ভাগ্যজনক যে আটজন নিরীহ মানুষ হামলায় নিহত হয়েছেন।”