মোদীর ফ্রান্স সফরের মধ্যেই মণিপুরে হিংসা উদ্বেগ প্রকাশ করে ইউরোপিয়ান পার্লামেন্টে। তা নিয়ে সোচ্চার হয় ভারত। বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং সেখানে হস্তক্ষেপ কোনভাবেই মেনে নেওয়া যায় না’। এর পরেই মণিপুরের ভিডিও কাণ্ডে জেরে অস্বস্তি বেড়েছে কেন্দ্রের মোদী সরকারের। এর মাঝেই মণিপুরে ২ মহিলাকে নগ্ন করে প্রকাশ্যে হাঁটানো ভাইরাল ভিডিও নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
প্রায় তিন মাস হতে চলল মণিপুরে তুঙ্গে হিংসা। এরই মধ্যেই এক ভিডিও শোরগোল ফেলেছে দেশজুড়ে। চাঞ্চল্যকর এক ভিডিও কাণ্ডে মুখ পুড়েছে মোদী সরকারের। তড়িঘড়ি নীরবতা ভেঙে বিবৃতি দিতে বাধ্য হন প্রধানমন্ত্রী মোদী। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গিয়েছে, নগ্ন অবস্থায় দু'জন মহিলাকে জোর করে রাস্তা দিয়ে রীতিমতো ছোটাচ্ছেন একদল যুবক। দাবি, ওই দুই মহিলা গণধর্ষণের শিকার হয়েছেন। তাঁদের দু'জনকে একটি মাঠের মধ্যে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। এরপর নড়েচড়ে বসে কেন্দ্রের মোদী সরকার। দাবি ওঠে মুখ্যমন্ত্রীর পদত্যাগেরও। এই ঘটনায় এখন পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মৃত্যুদণ্ডের দাবিতে সোচ্চার হয়েছে মণিপুরেরই এক মন্ত্রী।
ভিডিও কাণ্ডে এবার প্রতিক্রিয়া দিল মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন বিদেশ দফতরের এক মুখপাত্র ঘটনাটিকে “নৃশংস” এবং “ভয়ঙ্কর” বলে অভিহিত করেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেদিনের হয়রানির স্বীকার হওয়া মহিলাদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। মণিপুরে হিংসা শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ১২৫ জন নিহত হয়েছেন এবং প্রায় ৪০ হাজারের এরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার এই হামলাকে "লজ্জাজনক" বলে নিন্দা করেছেন এবং কঠোর 'পদক্ষেপের' প্রতিশ্রুতি দিয়েছেন।