ফের অশান্ত মণিপুর। শনিবার অজ্ঞাত পরিচয় বন্দুকধারীদের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে এক স্বেচ্ছাসেবক । এই ঘটনার জেরে ফের অশান্ত হয়ে পড়ে মণিপুর। অন্য একটি পৃথক ঘটনায়, পুলিশ ভুয়ো ও উস্কানিমুলক সংবাদ প্রকাশের অভিযোগে স্থানীয় দৈনিকের সম্পাদক ওয়াংখেমচা শ্যামজাইকে গ্রেফতার করেছে। শ্যামজাইয়ের বিরুদ্ধে দাঙ্গা সৃষ্টির অভিপ্রায় এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ রয়েছে।
রাজ্যে জাতিগত হিংসায় এ পর্যন্ত ২০০ জনের বেশি মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ৪ ডিসেম্বর, নিরাপত্তা বাহিনী একটি বন্দুকযুদ্ধের ইনপুট পাওয়ার কয়েক ঘন্টা পরে, টেংনুপাল জেলার একটি অভ্যন্তরীণ অংশে ১৩ জনের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়।
কর্মকর্তাদের মতে, তারা মেইতি অধ্যুষিত উপত্যকা অঞ্চলের বিষ্ণুপুর, ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব এবং কাকচিং জেলা থেকে এসেছিলেন। এদিকে, পুলিশ জানিয়েছে যে শ্যামজাই, যাকে শুক্রবার ইম্ফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার স্বতঃপ্রণোদিত পদক্ষেপের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছিল, তাকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।
এতে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে যে তার পত্রিকা জাতিগত সংঘাতের মধ্যে "উস্কানিমূলক এবং যাচাইকৃত" সংবাদ প্রকাশ করছে বলে সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে।
একটি যৌথ বিবৃতিতে, অল মণিপুর সাংবাদিক ইউনিয়ন এবং এডিটরস গিল্ড মণিপুর (ইজিএম) সাংবাদিকের গ্রেফতারের নিন্দা জানিয়ে অবিলম্বে মুক্তি দাবি করেছে।