দিল্লি আবগারি কেলেঙ্কারি মামলায় ৮ ঘণ্টার অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন মণীশ সিসোদিয়া। এরপর আজ শনিবার তিনি নিজ বাড়িতে পৌঁছেছেন। দিল্লি পুলিশের তত্ত্বাবধানে নিজের বাড়িতে পৌঁছেছেন তিনি। জানা গিয়েছে মণীশ সিসোদিয়াকে তার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সময় দিয়েছে আদালত। স্ত্রীর অসুস্থতার কারণে আদালত সিসোদিয়ার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে।
সিসোদিয়ার জামিনের বিষয়ে আদালত তার রায় সংরক্ষণ করেছে। মনীশ সিসোদিয়ার স্ত্রী গুরুতর অসুস্থ। তার স্বাস্থ্যের অবনতি হয়েছে এবং তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। মণীশের বাড়িতে পৌঁছানোর আগেই তাঁর স্ত্রীকে ভর্তি করা হয়।
মণীশ সিসোদিয়ার জামিন মঞ্জুর করার সময় আদালত শর্ত দিয়েছে যে তিনি মিডিয়ার সঙ্গে কোনরকমের কথা বলবেন না। শুধু পরিবারের সঙ্গেই দেখা করবেন। এছাড়া মোবাইল ও ইন্টারনেটও ব্যবহার করতে পারবেন না তিনি। মণীশ সিসোদিয়াকে বৃহস্পতিবার আদালতে পেশ করা হয়েছিল।
মদ কেলেঙ্কারি মামলায় মণীশ সিসোদিয়ার পরবর্তী শুনানি হবে ১৯ জুলাই। ইডি মনীশ সিসোদিয়াকে দিল্লি মদ কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত করেছে। এর বাইরে আরেক আপ নেতা সত্যেন্দ্র জৈনও অসুস্থ, তাকেও আবগারি মামলায় গ্রেফতার করা হয়েছে।