scorecardresearch

‘জেলেই মিলছে ‘ভিভিআইপি পরিষেবা’, সিসোদিয়ার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ

সুকেশ চন্দ্রশেখর ১০ মার্চ দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে হাজির হওয়ার সময় সিসোদিয়ার গ্রেফতারি নিয়ে মিডিয়ার সামনে এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন, ‘সত্যের জয় হয়েছে, এখন অরবিন্দ কেজরিওয়ালের পালা।’

"Manish Sisodia,Delhi Excise Policy

তিহারে ভিভিআইপি সেবা পাচ্ছেন মনীশ সিসোদিয়া! সুকেশ আরেকটি ‘চিঠিতে বোমা’ ফাটালেন, গুরুতর অভিযোগ করলেন তিনি। কিছুদিন আগেই তাঁকে গ্রেফতার করে দিল্লি পুলিস। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই ১৫টি এফআইআর দায়ের করা হয়েছে। পাশাপাশি আর্থিক প্রতারণা মামলায় সম্প্রতি ইডি বাজেয়াপ্ত করেছে চেন্নাইয়ে সমুদ্রের পাড়ে তাঁর ৮২ লক্ষের বাংলো, বেশ কয়েকটি অভিজাত গাড়ি।

তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিহার জেলের ভিতর থেকে তোলাবাজির একটি ব়্যাকেট চালায় সুকেশ, যারা ইতিমধ্যেই ২০০ কোটি টাকা তোলাবাজি করেছে। সুকেশের সঙ্গেই আর্থিক তছরূপ মামলায় নাম জড়ায় বলি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের। মাত্র ২৪ ঘন্টা আগেই কেজরিওয়ালকে মদ কেলেঙ্কারির নায়ক বলে উল্লেখ করে কার্যত বোমা ফাটিয়েছেন সুকেশ।

এবার জেলে সিসোদিয়ার ভিভিআইপি সুযোগ-সুবিধা নিয়ে নিয়ে সরব হয়েছেন তিনি। দিল্লির এলজি ভিকে সাক্সেনাকে এক চিঠি্তে সেকথাই জানিয়েছেন তিনি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ করেছেন সুকেশ। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী কেজরিওয়াল মনীশ সিসোদিয়াকে নিয়ে মিথ্যা গুজব ছড়াচ্ছেন। মণীশ সিসোদিয়াকে নিয়ে নিরাপত্তাহীনতা নিয়ে মিথ্যা খবর ছড়াচ্ছেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। বাস্তবে জেলে ভিভিআইপি পরিষেবা পাচ্ছেন তিনি।

দিল্লির প্রাক্তন ডেপুটি সিএম তথা আপ নেতা মনীশ সিসোদিয়া দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারির মামলায় আপাতত তিহার জেলে বন্দী। সুকেশ চন্দ্রশেখরও এই জেলেই রয়েছেন। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার কাছে লেখা এক চিঠিতে সুকেশ দাবি করেন সিসোদিয়াকে জেলের ভিতর ‘ভিভিআইপি ট্রিটমেন্ট’ দেওয়া হচ্ছে।  পাশাপাশি এলজির কাছে পুরো বিষয়টি তদন্তের দাবি জানান তিনি।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ করেছেন সুকেশ। তিনি বলেছেন যে অরবিন্দ কেজরিওয়াল আসলে মনীশ সিসোদিয়ার নিরাপত্তাহীনতার মিথ্যা খবর ছড়াচ্ছেন। লেফটেন্যান্ট গভর্নরের কাছে একটি চিঠিতে চন্দ্রশেখর দাবি করেছেন যে সিসোদিয়াকে তিহার জেলের ৯ নম্বর ওয়ার্ডে রাখা হয়েছে, যেটি সবচেয়ে ভিভিআইপি ওয়ার্ড।

সুকেশ তার চিঠিতে বলেছেন, জেল-প্রশাসন পুরোপুরি আম আদমি পার্টির হাতের পুতুলে পরিণত হয়েছে। জেল কর্মীদের সরাসরি নিয়ন্ত্রণ করেন আরেক হেভিওয়েট আসামী তথা আপ নেতা সত্যেন্দ্র জৈন। দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রীকে ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। একইসঙ্গে সিবিআই-এর গ্রেপ্তারের বিরুদ্ধে তাঁর জামিনের আবেদন শুনানির জন্য ২১ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে।

সুকেশ চন্দ্রশেখর ১০ মার্চ দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে হাজির হওয়ার সময় সিসোদিয়ার গ্রেফতারি নিয়ে মিডিয়ার সামনে এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন, ‘সত্যের জয় হয়েছে, এখন অরবিন্দ কেজরিওয়ালের পালা।’ সুকেশ অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসোদিয়া এবং সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধেও দরিদ্র শিশুদের শিক্ষায় কেলেঙ্কারির অভিযোগও এনেছেন।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Manish sisodia lodged in vvvip ward with sevadars garden badminton court alleges sukesh chandrasekhar