Advertisment

আরও ২ দিন CBI হেফাজতের নির্দেশ, ১০ মার্চ ফের জামিনের আবেদনের শুনানি

দিল্লির মদ কেলেঙ্কারিতে সিসোদিয়াকে গ্রেফতার করার পর আজই সিসোদিয়ার পাঁচ দিনের সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
"Manish Sisodia,Delhi Excise Policy

মণীশ সিসোদিয়াকে দুই দিনের সিবিআই হেফাজতের নির্দেশ। নির্দেশ দিল রাউজ অ্যাভিনিউ আদালত। শনিবার সিবিআই দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার আরও তিন দিনের সিবিআই হেফাজতের দাবি করে সিবিআইয়ের বিশেষ আইনজীবী। আবেদনের ভিত্তিতে আদালত আরও দুদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয়।

Advertisment

দিল্লির মদ কেলেঙ্কারিতে সিসোদিয়াকে গ্রেফতার করার পর আজই সিসোদিয়ার পাঁচ দিনের সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হয়। আজ আদালতে তাঁকে হাজির করা হলে সিবিআইয়ের তরফে আদালতে জানানো হয়েছে তদন্তে কোন প্রকার সহযোগিতা করছেন না সিসোদিয়া। তদন্তের স্বার্থে আরও তিনদিনের সিবিআই হেফাজতেরও দাবি করা হয়েছে। এদিকে সিসোদিয়া আইনজীবী এদিন আদালতে যুক্তি দিয়েছিলেন, "অসহযোগিতা হেফাজতের ভিত্তি হতে পারে না”।

অন্যদিকে মণীশ সিসোদিয়ার জামিনের সিদ্ধান্ত ১০ মার্চ পর্যন্ত সংরক্ষণ করেছে আদালত। এবিষয়ে পরবর্তী শুনানি হবে ১০ মার্চ দুপুর ২টো’য়। একই সঙ্গে সিবিআইয়ের তরফে সিসোদিয়াকে তিনদিনের হেফাজতের আদেবন করা হয়েছে। সিবিআই আদালতে জানায় সিসোদিয়া তদন্তে সহযোগিতা করছেন না। একই সঙ্গে তদন্তের সকল রেকর্ড সিবিআইয়ের কাছে ডিজিটাল ফরম্যাটে রয়েছে বলেও আদালতে জানায় সিবিআইয়ের আইনজীবী। সিসোদিয়াকে এদিন আদালতে হাজির করার সময়ে দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন করে আপ কর্মী সমর্থকরা। গোটা আদালত চত্ত্বরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

cbi Manish Sisodia
Advertisment