দিল্লির 'রাউজ অ্যাভিনিউ আদালত' সোমবার দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা আপ নেতা মনীশ সিসোদিয়াকে আবগারি কেলেঙ্কারির মামলায় ২০শে মার্চ পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেচ। এর আগে ২ দিন সিবিআই হেফাজতের নির্দেশ দেয় 'রাউজ অ্যাভিনিউ আদালত'। এদিনই সিসোদিয়ার সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় তাকে আদালতে পেশ করা হয়।
শনিবার, দিল্লি আদালত কেন্দ্রীয় সংস্থার অনুরোধের ভিত্তিতে সিসোদিয়ার সিবিআই হেফাজত ৬ মার্চ পর্যন্ত বাড়িয়েছিল। শুনানির সময়, প্রাক্তন মন্ত্রী অভিযোগ করেন যে তাকে কয়েক ঘন্টা একটানা সিবিআই জেরা করছে। পাশাপাশি তিনি কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে 'মানসিক হয়রানি'র অভিযোগ তোলেন।
এদিকে আম আদমি পার্টি রবিবার অভিযোগ করেছে যে সিবিআই সিসোদিয়াকে "মানসিকভাবে নির্যাতন ও হয়রানি করছে" সিবিআই। মদ কেলেঙ্কারিতে সিবিআই সিসোদিয়ার বিরুদ্ধে আনা অভিযোগগুলি স্বীকার করে নেওয়ার জন্য তাকে মানসিক চাপ দিচ্ছে বলে অভিযোগ করেন আপ মুখপাত্র এবং বিধায়ক সৌরভ ভরদ্বাজ।
তিনি বলেন, “সিসোদিয়া যে এক টাকাও আত্মসাৎ করেছেন তার কোন প্রমাণ করার জন্য সিবিআইয়ের কাছে নেই। প্রমাণের অভাবের কারণে সিসোদিয়ার বিরুদ্ধে আনা অভিযোগগুলি মেনে নেওয়ার জন্য সিবিআই সিসোদিয়াকে মানসিক চাপ দিচ্ছে"।