Advertisment

‘মিশন চন্দ্রযান নতুন ভারতের চেতনার প্রতীক', 'মন কি বাত' অনুষ্ঠানে নারী শক্তিকে কুর্নিশ মোদীর

মোদী বলেন, 'এই মিশন নারী শক্তির একটি জীবন্ত উদাহরণ'।

author-image
IE Bangla Web Desk
New Update
Mann Ki Baat 100th Episode, Mann Ki Baat 100th Episode date, Mann Ki Baat 100th Episode time  pm modi Mann Ki Baat, Mann Ki Baat 100th Episode broadcast on April 30, radio programme Mann Ki Baat, PM modi, Mann Ki Baat 100th Episode broadcast time"

‘মিশন চন্দ্রযান নতুন ভারতের চেতনার প্রতীক', ‘মন কি বাত অনুষ্ঠানে’ বললেন প্রধানমন্ত্রী মোদী।

‘মিশন চন্দ্রযান নতুন ভারতের চেতনার প্রতীক', ‘মন কি বাত অনুষ্ঠানে’ বললেন প্রধানমন্ত্রী মোদী। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত অনুষ্ঠানের ১০৪তম পর্ব। এই সময় প্রধানমন্ত্রী মোদী মিশন চন্দ্রযান-৩, জি-২০-এর সাফল্য নিয়ে কথা বলেছেন।

Advertisment

'মন কি বাত'-এর মাধ্যমে দেশবাসীর উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘মন কি বাত’ অনুষ্ঠানটি প্রতি মাসের শেষ রবিবার প্রচারিত হয়। আজ ২৭ আগস্ট অনুষ্ঠানটির ১০৪তম পর্ব। এই সময়ে, প্রধানমন্ত্রী মোদী, চন্দ্রযানের সাফল্যের কথা উল্লেখ করে বলেছিলেন যে ‘মিশন চন্দ্রযান হল নতুন ভারতের চেতনার প্রতীক’। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীও তাঁর কবিতা পাঠ করেন।

প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘চন্দ্রযানের সাফল্য বিশাল। তা নিয়ে সর্বত্র আলোচনা হচ্ছে। চন্দ্রযানের সাফল্য দেখিয়েছে যে সাফল্যের কিছু সূর্য চাঁদেও ওঠে। চন্দ্রযান হয়ে উঠেছে নতুন ভারতের চেতনার প্রতীক’। পাশাপাশি মোদী এদিন বলেন 'নারী শক্তির জীবন্ত উদাহরণ চন্দ্রযান'

তিনি বলেন, এই মিশন নারী শক্তির একটি জীবন্ত উদাহরণ। অনেক মহিলা বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ার এই মিশনে সরাসরি যুক্ত ছিলেন। প্রধানমন্ত্রী মোদি বলেন, ভারতের মেয়েরা এখন মহাকাশকেও চ্যালেঞ্জ করছে। দেশের মেয়েরা যখন এত ‘উচ্চাভিলাষী’ তখন সেই দেশের উন্নতি কেউ আটকাতে পারবে না”।  

প্রধানমন্ত্রী মোদী বলেছেনভারত G-20-এর জন্য প্রস্তুত

প্রধানমন্ত্রী মোদি বলেছেন, ‘সেপ্টেম্বর মাস ভারত এক অপার সম্ভাবনার সাক্ষী হতে চলেছে। আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া G-20 নেতাদের শীর্ষ সম্মেলনের জন্য ভারত পুরোপুরি প্রস্তুত। G-20 সম্মেলনের ইতিহাসে এটাই হবে সবচেয়ে বড় অংশগ্রহণ।

প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, তাঁর সভাপতিত্বের সময় ভারত G-20 কে আরও অন্তর্ভুক্তিমূলক ফোরামে পরিণত করেছে। ভারতের আমন্ত্রণে আফ্রিকান ইউনিয়নও G-20-এ যোগ দিয়েছিল এবং আফ্রিকার মানুষের কণ্ঠ বিশ্বের এই গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পৌঁছেছিল।

বিশ্ব বিশ্ববিদ্যালয় গেমসের সাফল্যের কথা উল্লেখ করেন

কয়েকদিন আগে চিনে বিশ্ব বিশ্ববিদ্যালয় গেমস অনুষ্ঠিত হয়েছিল। এবার ভারতের সর্বকালের সেরা পারফরম্যান্স হয়েছে এই গেমসে। দেশের খেলোয়াড়রা মোট ২৬টি পদক জিতেছে, যার মধ্যে ১১টি স্বর্ণপদক। মোদী বলেন, এটা ভারতের জন্য বিশেষ গৌরবের।

Man Ki Baat modi
Advertisment