প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন কি বাত-এর ৯৯তম পর্বে দেশবাসীর সঙ্গে তাঁর চিন্তা-ভাবনা ভাগ করে নিতে গিয়ে এনডিআরএফের পর ভারতীয় সেনাবাহিনীর মহিলা অফিসারদের কথা উঠে এসেছে নরেন্দ্র মোদীর গলায়। ভারতীয় সেনায় মহিলা অফিসাররা বীরত্বের সঙ্গে কাজ করেছেন বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে ভারতীয় সেনার ক্যাপ্টেন শিবা চৌহ্বানের কথাও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তিনিই প্রথম মহিলা অফিসার যিনি সিয়াচেনে কর্তব্যরত ছিলেন।
এর সঙ্গেই মোদী কাশ্মীরের ডাল লেক প্রসঙ্গে বলেন, ডাল লেকের পদ্ম ফুল চাষে গতি আনতে এফপিও গড়া হয়েছে এর জেরে কাশ্মীরের পদ্মফুল বিদেশে যাচ্ছে। সেখানকার পদ্মফুল চাষীদের উন্নতির কথাও বলেছেন মোদী। দেশে করোনার প্রকোপ বাড়তে থাকায় দেশবাসীকে করোনা সম্পর্কে সচেতন করেছেন প্রধানমন্ত্রী মোদী।
প্রধানমন্ত্রী মোদী বলেছেন,'পবিত্র রমজান মাসও শুরু হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই আসতে চলেছে শ্রী রাম নবমীর মহা উৎসবও। এর পর মহাবীর জয়ন্তী, গুড ফ্রাইডে। আমাদের সজাগ থাকতে হবে সম্ভাব্য ঝুঁকিকে এড়িয়ে চলতে হবে'। পাশাপাশি মোদী দেশের ঐতিহ্য’র কথা তুলে ধরে বলেন, 'আমাদের সংস্কৃতির শক্তি বাড়িয়ে চলেছে। 'এক ভারত-শ্রেষ্ঠ ভারত'-এর চেতনা আমাদের দেশকে শক্তি দেয়'।
প্রধানমন্ত্রী মোদী এদিন তাঁর ভাষণে বলেছেন যে 'ভারত যে গতিতে সৌর শক্তির ক্ষেত্রে এগিয়ে চলেছে তা একটি বড় অর্জন'। প্রধানমন্ত্রী মোদী বলেন, 'নাগাল্যান্ড ৭৫ বছরে প্রথমবার দুই মহিলা বিধায়ক জয়ী হয়ে বিধানসভায় পৌঁছেছেন। তাদের মধ্যে একজনকে নাগাল্যান্ড সরকারেও মন্ত্রী করা হয়েছে, অর্থাৎ রাজ্যের মানুষ প্রথমবারের মতো একজন মহিলা মন্ত্রীও পেয়েছে'। একই সঙ্গে তিনি ভারতের নারী শক্তির ভূমিকাকে স্মরণ করেছেন।
মোদী এদিনের ভাষণে অঙ্গদানের গুরুত্বকে তুলে ধরে বলেন, 'বন্ধুরা, অঙ্গদানের সবচেয়ে বড় আবেগ মৃত্যুর পরও কারুর জীবন বাঁচানো। যারা অঙ্গদানের জন্য অপেক্ষা করছেন, তারা জানেন, অপেক্ষার প্রতিটি মুহূর্ত পার করা কতটা কঠিন'। এপ্রসঙ্গে তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা স্নেহলতা চৌধুরীও কথা উল্লেখ করেন যিনি তার হৃদয়, কিডনি এবং লিভার দান করেছেন। অস্কার জয়ের জন্য ‘এলিফ্যান্ট হুইপারার্স’এর সমগ্র টিমকে শুভেচ্ছা জানান মোদী।