'মন কি বাত'-এ চরৈবেতি মন্ত্রে এগিয়ে চলার পাঠ দিলেন মোদী

‘হিংসা কোনও সমস্যার সমাধান নয়। দেশের সব নাগরিককে ঐক্য ও সৌভ্রাতৃত্ব বজায় রাখতে হবে।’

‘হিংসা কোনও সমস্যার সমাধান নয়। দেশের সব নাগরিককে ঐক্য ও সৌভ্রাতৃত্ব বজায় রাখতে হবে।’

author-image
IE Bangla Web Desk
New Update
Mann Ki Baat PM Modi addresses nation on Republic Day

মন কি বাত-এ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

রবিবার প্রজাতন্ত্র দিবসে 'মন কি বাত' -এ নিজের বক্তব্য পেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 'চরৈবেতি' মন্ত্রে দিলেন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পাঠ। মোদী বলেন, "যখন প্রতিটি ভারতীয় এক পা করে এগোবে, ১৩০ কোটি পায়ে এগোবে দেশ। আপনাদের প্রয়াসেই এগিয়ে যাবে দেশ।" তাঁর সরকারের সময়েই লাগু হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন। প্রতিবাদ বিক্ষোভের মুখে পড়েছে দেশ। রবিবার সেই আবহেই মোদী বলেন, ‘হিংসা কোনও সমস্যার সমাধান নয়। দেশের সব নাগরিককে ঐক্য ও সৌভ্রাতৃত্ব বজায় রাখতে হবে।’ নাগরিকপঞ্জি নিয়ে অশান্ত আসামকেও শান্তি স্থাপনের বার্তা দেন নমো। তিনি বলেন, "যারা সহিংসতার পথে যাত্রা করেছিল, তারা শান্তিতে বিশ্বাস প্রকাশ করেছে এবং দেশের অগ্রগতিতে অংশীদার হওয়ার এবং মূলধারায় ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে। তাঁদের অভিনন্দন জানাতে চাই"।

Advertisment

আরও পড়ুন: মোদীর ভারতে উগ্র-জাতীয়তাবাদের উত্থানে ব্যাহত মুক্ত চিন্তাধারা: সোরস

তারুণ্যের প্রশংসা বহুবার 'মন কি বাত'-এ উচ্ছ্বাস প্রকাশ করেছেন মোদী। এদিন সেই যুবসম্প্রদায়ের উদ্দেশে বার্তা দিয়ে বলেন, "সামনেই পরীক্ষার মরসুম। স্পষ্টতই সমস্ত শিক্ষার্থী তাঁদের প্রস্তুতির চূড়ান্ত পর্বে ব্যস্ত । 'পরীক্ষা চর্চা' প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থী তাঁদের কথা আমার সঙ্গে ভাগ করে নিয়েছেন। আমি দেশের পক্ষ থেকে বলছি যুবকরা আত্মবিশ্বাসের সাথে ঝাঁপিয়ে পড়ছে সেই প্রস্তুতিতে এবং প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত তাঁরা।"

Advertisment

পাশপাশি ক্রীড়াক্ষেত্রে ভারতীয়দের সাফল্যের কথা উল্লেখ করতে গিয়ে মোদী বলেন, " ২২ শে জানুয়ারি তৃতীয় 'খেলো ইন্ডিয়া গেমস' গুয়াহাটিতে সমাপ্ত হয়েছে। এই গেমসে বিভিন্ন রাজ্যের প্রায় কয়েক হাজার খেলোয়াড় অংশ নিয়েছিলেন। আপনারা অবাক হবেন এটা জেনে যে এই ৮০ টি রেকর্ডের মধ্যে ৫৬টি রেকর্ড করেছেন আমাদের মেয়েরা। আমি গর্বিত। আমি সমস্ত বিজয়ীদের সঙ্গে সমস্ত অংশগ্রহণকারীদেরও অভিনন্দন জানাই। 'খেলো ইন্ডিয়া গেমস'-এর সঙ্গে যুক্ত কোচ এবং প্রযুক্তিগত কর্মকর্তাদেরও এই খেলা সফলভাবে আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই "

PM Narendra Modi