প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার অভিযোগ করেছেন, কিছু 'বড় (বিত্তশালী) পরিবার' বিয়ের অনুষ্ঠানের জন্য বিদেশে কেনাকাটাকে অভ্যাস বানিয়ে তুলেছেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন যে তিনি এই প্রবণতা দেখে বিরক্ত। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী ভারতীয়দেরকে দেশেই বিয়ের অনুষ্ঠান উদযাপন করার আহ্বান জানিয়েছেন। নরেন্দ্র মোদী বলেন, 'আজকাল, কিছু পরিবার বিয়ের জন্য বিদেশে যাওয়ার একটি নতুন চল তৈরি করেছে। এটি কি আদৌ প্রয়োজন?'
Advertisment
মোদী তাঁর মন কি বাত রেডিও সম্প্রচার অনুষ্ঠানে একথা জানান। প্রধানমন্ত্রীর মতে, বিয়ের মরশুম শুরুর সঙ্গে সঙ্গেই ভারতীয়দের দেশে তৈরি পণ্য কেনার দিকে নজর দেওয়া উচিত। তিনি বলেন, 'কিছু বাণিজ্যিক সংস্থা মনে করে যে বিয়ের মরশুমে প্রায় ৫ লক্ষ কোটি টাকার ব্যবসা হতে পারে।' এই ধরনের বিয়েতে দেশের মানুষ কিছু না-কিছু সেবা দেওয়ার সুযোগ পাবেন। রেডিও অনুষ্ঠানে এমনটাই জানান প্রধানমন্ত্রী।
'ভোকাল ফর লোকাল' অভিযানের পক্ষে সওয়াল করে প্রধানমন্ত্রী যুক্তি দেন, যে লোকেরা ভারতের মাটিতে বিয়ের উৎসব করেন, তাঁদের বিবাহ সংক্রান্ত খরচ দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, 'গত মাসে মন কি বাত-এ আমি ভোকাল ফর লোকাল, অর্থাৎ স্থানীয় পণ্য কেনার ওপর জোর দিয়েছিলাম। গত কয়েকদিনের মধ্যেই দীপাবলি, ভাইয়া দুজের সময় দেশে ৪ লক্ষ কোটি টাকারও বেশি ব্যবসা হয়েছে।'
এই প্রসঙ্গে স্থানীয় পণ্য কেনার গুরুত্বের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী জানান যে, ভোকাল ফর লোকাল প্রচার সমগ্র দেশের অর্থনীতিকে শক্তিশালী করে, শহর এবং গ্রামীণ জনসংখ্যা উভয়ের জন্য সমান সুযোগ তৈরি করবে। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্য, 'স্থানীয় বাজারের অগ্রগতি ঘটলে দেশের আর্থিক সমৃদ্ধি ঘটবে। যদি কখনও আন্তর্জাতিক অর্থনীতিতে উত্থান-পতন ঘটে, তবে স্থানীয় অর্থনীতিই আমাদের অর্থনীতিকে রক্ষা করতে সক্ষম হবে।'