/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/pm-modi-759.jpg)
সদ্য সমাপ্ত অযোধ্যা রায় নিয়ে 'মন কি বাত' অনুষ্ঠানে দেশের জনগণকে ধন্যবাদজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বহুচর্চিত এবং আলোচিত অযোধ্যা মামলার রায় দেশের মানুষ মন থেকে গ্রহণ করায় সে বিষয়ে দেশবাসীকে ধন্যবাদ জানান মোদী। এদিন 'মন কি বাত' অনুষ্ঠানে মোদী বলেন, "আমাদের দেশের প্রধান বিশেষত্ব হল দেশের ঐক্য, শান্তি এবং সুনাম। রাম মন্দিরের রায় ঘোষণার পর দেশের মানুষ এটিকে আন্তরিক ও শান্তিতে এটি গ্রহণ করেছিল।"
9th of November, the day 130 crore Indians once again showed their unwavering faith in peace and brotherhood.
It was also a day that gave us strength to look ahead towards a bright and harmonious future. #MannKiBaatpic.twitter.com/h3oZ9FkIY1
— Narendra Modi (@narendramodi) November 24, 2019
তিনি আরও বলেন, "তবে এক দিক থেকে দেখলে এত বছরের আইনি লড়াইয়ের শেষ হল অবশেষে। আরেকদিকে বিচারব্যবস্থার প্রতি মানুষের যে সম্মান তাও প্রদর্শিত হয়েছে। "এই রায়টি আমাদের বিচার বিভাগের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মোড়। সুপ্রিম কোর্টের রায়ের পরে, দেশ নতুন আশা নিয়ে নতুন যাত্রা করেছে।"
Passionate citizens, pride towards culture and the power of technology can do wonders! #MannKiBaatpic.twitter.com/7b1i6KKhqU
— Narendra Modi (@narendramodi) November 24, 2019
মন কি বাত-এ ভারতের ভাষাবৈচিত্র্য নিয়েও কথা বলেন মোদী। তিনি বলেন, "আমাদের সভ্যতা, সংস্কৃতি এবং ভাষা বৈচিত্র্যর মধ্যে ঐক্যকে তুলে ধরে।"
Read the full story in English