Advertisment

এলিয়েন না আজব জীব! আতঙ্ক ছড়াতেই পুলিশ গিয়ে যা দেখল...

লাল রঙের মানুষের মতো দেখতে অদ্ভূত প্রাণীকে নিয়ে শনিবার দিনভর বিস্তর নাটক হল যোগীর রাজ্যের নয়ডায়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রতীকী ছবি

আকাশে ওটা কী! ভিনগ্রহী না অন্য কিছু? এই ভেবেই আতঙ্ক ছড়াল নয়ডা এলাকায়। লাল রঙের মানুষের মতো দেখতে অদ্ভূত প্রাণীকে নিয়ে শনিবার দিনভর বিস্তর নাটক হল যোগীর রাজ্যের নয়ডায়। পরে যা জানা গেল তা নিয়ে হেসে খুন পুলিশ! জানা গেল, মার্ভেল কমিকসের জনপ্রিয় চরিত্র আয়রন ম্যানের বেলুন আকাশে ভাসছিল। লাল রঙের সেই মানুষের আদলে বেলুন দেখে এলিয়েন ভেবে ভুল করেছিলেন স্থানীয়রা।

Advertisment

শনিবার সকালে প্রথম ডানকৌর এলাকায় ভাট্টা-পারসোল গ্রামের কাছে ওই অদ্ভূত দর্শন জিনিসটি আকাশে দেখতে পান স্থানীয়রা। ধীরে ধীরে ভিড় জমে যায়। এলিয়েন বা ভিনগ্রহী জীব বলে চাউর হয়ে যায় এলাকায়। এরপরই আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করে দেন প্রত্যক্ষদর্শীরা। স্থানীয় থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, হিলিয়াম গ্যাসে ভর্তি সেই বেলুন এরপর নিচে পড়ে যায় আর খালের কাছে একটি ঝোপের মধ্যে আটকে যায়। খালের জলের স্রোতে সেই বেলুন কিছুটা নড়ে উঠতেই আরও আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা।

বেলুনের অদ্ভূত আকৃতি নিয়ে বেশি করে আতঙ্ক ছড়ায়। পুলিশে গিয়ে দেখতে পায়, কমিকস চরিত্র আয়রন ম্যানের আদলে তৈরি ওই বেলুন। সেই কারণেই গ্রামের অনেকে এটাকে এলিয়েন ভেবেছিলেন। গ্যাস কমে যাওয়ার কারণে বেলুনটি খালের মধ্যে পড়ে যায়। পরে পুলিশ স্থানীয়দের আশ্বস্ত করায় চিন্তামুক্ত হয় মানুষ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Iron Man
Advertisment