Advertisment

মাওবাদী হানায় দান্তেওয়াড়ায় খুন দূরদর্শনের চিত্র সাংবাদিক ও ২ পুলিশকর্মী

রায়পুরের ডিআইজি সুন্দররাজ বলেন, "আজ আরাণপুরে আমাদের টহলদারি গাড়িটি নকশালদের অতর্কিত আক্রমণের মুখে পড়েছে। তবে এই হানা নির্বাচনকে সামনে রেখে না কি অন্য কোনও কারণে, সেটা তদন্তের পরই বলা সম্ভব"।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ডিডি নিউজের চিত্র সাংবাদিক অচ্যুতানন্দ সাহু। ছবি- প্রসার ভারতীর টুইটার থেকে।

ছত্তিশগড়ের দান্তেওয়ারায় মাওবাদীদের গুলিতে মঙ্গলবার নিহত হলেন দূরদর্শনের এক চিত্র সাংবাদিক এবং ২ পুলিশকর্মী। আরাণপুর গ্রামের এই ঘটনায় আহত হয়েছেন দুই নিরাপত্তাকর্মীও। ভোটমুখী রাজ্যটির ওই অঞ্চলে একটি পুলিশের গাড়ি টহল দেওয়ার সময়েই আক্রমণ ঘটেছে বলে জানা যাচ্ছে। রায়পুরের ডিআইজি সুন্দররাজকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, নিহতদের মধ্যে রয়েছেন সাব-ইনসপেক্টর রুদ্র প্রতাপ, অ্যাসিসট্যান্ট কনসটেবল মনগালু এবং ডিডি নিউজের দিল্লির চিত্র সাংবাদিক অচ্যুতানন্দ সাহু।

Advertisment

ছত্তিশগড় বিধানসভা নির্বাচনের খবর করার জন্যই দূরদর্শনের একটি দল দান্তেওয়াড়ায় যায়। আর তারপরই এই ঘটনা। সুন্দররাজ জানান, আহতের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি আরও বলেন, "আজ আরাণপুরে আমাদের টহলদারি গাড়িটি নকশালদের অতর্কিত আক্রমণের মুখে পড়েছে। তবে এই হানা নির্বাচনকে সামনে রেখে না কি অন্য কোনও কারণে, সেটা তদন্তের পরই বলা সম্ভব"।

প্রসঙ্গত, নভেম্বরের ১২ এবং ২৯ তারিখ মোট দুই দফায় অনুষ্ঠিত হতে চলেছে ছত্তিশগড়ের বিধানসবা নির্বাচন। ভোট গণনা হবে ১১ ডিসেম্বর।

উল্লেখ্য, গত সপ্তাহে বিজাপুর জেলায় শক্তিশালী আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণ ঘটিয়ে আধাসমরিক বাহিনীর (সিআরপিএফ) চার জওয়ানকে হত্যা করে মাওবাদীরা। বাহিনীর একটি বুলেটপ্রুফ ট্যাঙ্কারকে লক্ষ্য করেছিল মাওবাদীরা।

Read the full story in English

Maoist
Advertisment