ছত্তিসগড়ের রাজনন্দনগাঁও জেলায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে শনিবার অন্তত সাতজন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মহারাষ্ট্র সীমান্তের শেরপার ও সীতাগোটা এলাকার মধ্যবর্তী জঙ্গলে গুলির লড়াই শুরু হয় এদিন সকাল ৮টা নাগাদ।
পুলিশ জানিয়েছে একটি একে ৪৭ রাইফেল সহ বেশ কিছু অস্ত্রশস্ত্র এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই এখনও জারি রয়েছে।
Exchange of fire, which has been on since 8 am, is close to the Maharashtra border, in the jungles between Sherpar and Sitagota. An AK 47, indicating senior cadre present, among the weapons recovered, police say @IndianExpress
— Dipankar Ghose (@dipankarghose31) August 3, 2019
এর আগে, এ সপ্তাহেই ছত্তিসগড়ের বস্তার জেলায় সংঘর্ষে মারা গিয়েছেন সাতজন মাওবাদী। এঁদের মধ্যে তিনজন মহিলাও রয়েছে। সূত্র জানিয়েছে, এলাকার কর্তৃত্ব মোতায়েন করতে মাওবাদীরা জঙ্গলে শিবির ফেলেছিল। এই এলাকা তাদের হাত থেকে দ্রুত হাতছাড়া হয়ে যাচ্ছিল বলেও জানিয়েছে ওই সূত্র।