Advertisment

মাসুদ আজহার নিয়ে সাবধান, আমেরিকাকে বার্তা চিনের

বিদেশমন্ত্রকে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে গেং বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এই পদক্ষেপের মাধ্যমে নিরাপত্তার পরিষদের মূল সন্ত্রাসবাদবিরোধী সংস্থা হিসেবে স্য়াংশন কমিটির কর্তৃত্বকে অস্বীকার করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
China Masood Azhar

মাসুদ আজহার

জৈশ এ মগম্মদ প্রধান মাসুদ আজহারকে কালো তালিকাভুক্ত করার জন্য নিরাপত্তা পরিষদের ১২৬৭ স্যাংশন কমিটিকে এড়িয়ে গেছে আমেরিকা, বৃহস্পতিবার এ অভিযোগ করল চিন।

Advertisment

চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র গেং শুয়াং বলেছেন, "মার্কিন যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের ১২৬৭ কমিটিকে এড়িয়ে সরাসরি নিরাপত্তা পরিষদে খশড়া প্রস্তাব পেশ করেছে। এটি যথাযথ প্রক্রিয়া নয়। আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করা উচিত। আমাদের অনুরোধ, আমেরিকা সাবধানে পা ফেলুক। জোর করে খশড়া প্রস্তাব পেশ করা থেকে তারা যেন বিরত থাকে।"

বিদেশমন্ত্রকে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে গেং বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এই পদক্ষেপের মাধ্যমে নিরাপত্তার পরিষদের মূল সন্ত্রাসবাদবিরোধী সংস্থা হিসেবে স্য়াংশন কমিটির কর্তৃত্বকে অস্বীকার করেছে।

গেং বলেন, "মাসুদ আজহারের তালিকাভুক্তির বিষয়টি অনেকগুলি জটিল বিষয়ের সঙ্গে যুক্ত এবং চিন সর্বদাই এ ব্যাপারে আলোচনা ও সহমতের ভিত্তিতে যথাযথ সমাধানের পক্ষে।"

নিরাপত্তা পরিষদে ১২৬৭ কমিটিতে আজহারকে তালিকাভুক্ত করতে চিন কখনও বাধা সৃষ্টি করেনি বলে দাবি করে গেং বলেন, "আমরা সর্বদাই বিষয়টি স্থগিত রেখেছি।"

এদিনই ফ্রান্স এবং ব্রিটেনের সমর্থনে মার্কিন যুক্তরাষ্ট্র, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানের জঙ্গি সংগঠন জৈশ এ মহম্মদের প্রধান আজহারকে নিষিদ্ধকরণের ব্যাপারে খশড়া প্রস্তাব এনেছে। দু সপ্তাহ আগে পরিষদের স্যাংশন কমিটিতে আজহারকে তালিকাভুক্ত করার প্রক্রিয়া আটকে দিয়েছিল চিন।

Read the Full Story in English

Masood Azhar
Advertisment