উত্তরাখণ্ডের কেদারনাথ ধামে ফের তুষারপাতের ঘটনা সামনে এসেছে। আজ শনিবার, সকালে কেদারনাথ মন্দিরের কাছে তুষারপাতের ঘটনা ঘটে তবে এই ঘটনায় কেদারনাথ মন্দিরের কোন ক্ষতি হয়নি। এই তথ্য জানিয়েছেন শ্রী বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির সভাপতি অজেন্দ্র অজয়।
কেদারনাথ ধামের কাছে পিছনের এলাকায় তুষারপাতের ঘটনার পর প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। প্রশাসনের তরফে কেদারনাথ ধামে বসবাসকারী লোকজনকে সতর্ক করা হয়। এই তুষারপাতের ফলে মন্দিরেরও কোনও ক্ষয়ক্ষতি হয়নি। গত সপ্তাহেও কেদারনাথ ধামের কাছে তুষারপাতের ঘটনা ঘটে। সেই ঘটনাতেও মন্দিরের কোন ক্ষতি হয়নি।
সংবাদ সংস্থা এএনআই কেদারনাথ ধাম সংলগ্ন আজকের তুষারপাতের একটি ভিডিও শেয়ার করেছে, ভিডিওতে দেখা যাচ্ছে কেদারনাথ ধামের কাছাকাছি এলাকায় অবস্থিত পাহাড় থেকে কত দ্রুত বরফ গড়িয়ে পড়ছে।
শুক্রবারই প্রবল তুষারপাতে উত্তরকাশীতে চরধামে তীর্থযাত্রা করতে যাওয়া বিহারের চারজন আটকে পড়েন। উল্লেখ্য, যে এলাকায় তুষারপাতের ঘটনা ঘটেছে সেটি কেদারনাথ মন্দির থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত।
গত ২৩শে সেপ্টেম্বরও কেদারনাথ ধামের কাছে একটি তুষারপাত হয়েছিল। সেদিন কেদারনাথ ধামের পিছনে অবস্থিত চারাবাড়ি হিমবাহে একটি তুষারপাত হয়েছিল। নতুন করে তুষারপাতের ঘটনায় কেদারনাথ ধামের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। ২০১৩ সালের দুর্যোগের স্মৃতি এখন বাসিন্দাদের মধ্যে টাটকা।
২৩শে সেপ্টেম্বর, কেদারনাথ মন্দির থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে অবস্থিত চারাবাড়ি হিমবাহে একটি তুষারপাতের ঘটনা ঘটে। ২০১৩ সালের তুমুল বৃষ্টির ফলে সৃষ্টি হওয়া আকস্মিক বন্যার ও ভূমিধসে রাস্তাঘাট ও সেতু ভেসে যাওয়ায় প্রায় কেদারনাথ ধামে প্রায় ৫০ হাজার মানুষ আটকে পড়েন সেদিন। ভয়াবহ বন্যায় কেদারনাথ অঞ্চলে মোট ৩,০৭৫ জনের মৃত্যুর ঘটনা ঘটে।