Advertisment

অ্যারো ইন্ডিয়ার শো চলাকালীন অগ্নিকাণ্ড, পুড়ে গেল ৩০০টি গাড়ি

বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা এয়ারবেসের পার্কিং লটে এবার বড়সড় আগুন লাগল। আগুনে পুড়ে গিয়েছে কমপক্ষে ৩০০টি গাড়ি। শনিবার অ্যারো ইন্ডিয়ার শো চলাকালীনই আগুন লাগে বলে খবর।

author-image
IE Bangla Web Desk
New Update
aero india, অ্যারো ইন্ডিয়া

অ্যারো ইন্ডিয়ার শোয়ের কাছে বিধ্বংসী আগুন। ছবি: টুইটার।

অ্যারো ইন্ডিয়ার শো ঘিরে বিপত্তি যেন কাটছেই না। বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা এয়ারবেসের পার্কিং লটে এবার বড়সড় আগুন লাগল। আগুনে পুড়ে গিয়েছে কমপক্ষে ৩০০টি গাড়ি। শনিবার অ্যারো ইন্ডিয়ার শো চলাকালীনই আগুন লাগে বলে খবর। আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায় কমপক্ষে ১০ দমকল বাহিনী ও ৫টি ইঞ্জিন। কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। তবে এ ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

Advertisment


আরও পড়ুন, ভেঙে পড়ল সূর্যকিরণ টিমের দুটি হক বিমান, মৃত এক পাইলট

এ ঘটনার খোঁজ নিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। পরিস্থিতির তদারকিতে দমকল ও পুলিশকে নির্দেশ দিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী। প্রাক্তন মুখ্যমন্ত্রী সদানন্দ গৌড়া অনুষ্ঠানের দর্শনার্থীদের নিরাপদে থাকার পরামর্শ দিয়েছেন। গত বুধবার প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণের উপস্থিতিতে অ্যারো ইন্ডিয়া শোয়ের উদ্বোধন করা হয়। ৫দিন ধরে চলবে এই শো।

অন্যদিকে, অ্যারো ইন্ডিয়া শো শুরুর আগের দিনও দুর্ঘটনা ঘটে। শোয়ের মহড়া চলাকালীন সূর্যকিরণ টিমের দুটি হক বিমান ভেঙে পড়ে। বিমান দুর্ঘটনায় এক পাইলটের মৃত্যু হয়। অপর দুই পাইলট কোনও রকমে রক্ষা পেয়েছেন। বিমান দুর্ঘটনায় জখম হন এক স্থানীয় বাসিন্দাও। বিমান দুর্ঘটনা প্রসঙ্গে বায়ুসেনার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছিল, ‘‘সকাল ১১টা ৫০ মিনিট নাগাদ ইয়েলাহাঙ্কা এারবেসের কাছে সূর্য কিরণ টিমের দুটি হক বিমান ভেঙে পড়ে।’’ সেদিনের পর আজ ফের অগ্নিকাণ্ডের ঘটনায় স্বভাবতই সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে।

Read the full story in English

bengaluru national news
Advertisment