করোনায় আক্রান্ত হয়ে মৃত্য়ু হল ভাদোদরার জামা মসজিদের মৌলনা সেলিম গুলাম মহম্মদ পানাগরের। তাঁর বয়স হয়েছিল ৬৫। জানা যাচ্ছে, করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার তাঁর মৃত্য়ু হয়। ২ দিন আগে মৌলনার শরীরে ভাইরাস মেলে। তাঁর স্ত্রীকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তাঁর করোনা পরীক্ষার ফল নেগেটিভ মিলেছে।
জানা যাচ্ছে, একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল ওই মৌলনাকে। তাঁর নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত সমস্য়া ছিল। বরোদা মুসলিম ডক্টরস অ্য়াসোসিয়েশনের ডাক্তার মহম্মদ হুসেন জানিয়েছেন, ''প্রাথমিকভাবে ওঁর শরীরে মৃদু উপসর্গ ছিল। উনি পারিবারিক ডাক্তারের পরামর্শ মেনে ওষুধ খাচ্ছিলেন। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি পানিগেটে মুসলিম মেডিক্য়াল সেন্টারে ভর্তি হন। ওই হাসপাতালটি করোনা চিকিৎসার কাজে লাগানো হচ্ছে। কিন্তু এখানেও তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায়, তাঁকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে তাঁর মৃত্য়ু হয়''।
আরও পড়ুন: Coronavirus News LIVE Updates: নতুন করে আক্রান্ত ৬৫০০, মোট সংখ্যা পেরোল ১লক্ষ ২৫ হাজার
ওই মৌলনা মোগলওয়াড়ার বাসিন্দা বলে খবর। ওই এলাকায় গত ২ সপ্তাহে বিপুল সংখ্য়ক করোনা আক্রান্তের হদিশ মিলেছে। স্থানীয় সংক্রমণের জেরে মৌলানা আক্রান্ত হয়েছেন বলে দাবি করেছেন ডাক্তার হুসেন। প্রায় তিন দশক ধরে ভাদোদরার জামা মসজিদের সঙ্গে যুক্ত ছিলেন ওই মৌলনা।
Read the full story in English