Advertisment

‘সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক আপনার জীবন’, আলোর উৎসবে দেশবাসীকে রঙিন শুভেচ্ছা মোদী-নীতীশের

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
modi, diwali

দিওয়ালির শুভেচ্ছা মোদী-নীতীশের

দীপাবলিতে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি এক এক্স পোস্টে লিখেছেন, ‘আলোর এই উৎসব আপনার বাড়িতে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসুক’।

Advertisment

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, "অসত্যের ওপর সত্যের জয়, অত্যাচারের ওপর পুণ্য, অন্ধকারের ওপর আলোর মহান উৎসব দীপাবলি উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।"

আজ সারা দেশের মানুষ আলোর উৎসবে মেতে উঠেছেন।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে দেশের সব নেতাই দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা  জানিয়েছেন। দীপাবলি উপলক্ষ্যে, PM মোদী X-এ একটি পোস্টে লিখেছেন, 'দেশবাসীকে শুভ দীপাবলির শুভেচ্ছা। এই বিশেষ উৎসব আপনার জীবনে বয়ে আনুক সুখ, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এক্স-এ একটি বার্তাও পোস্ট করেছেন। তিনি তার অভিনন্দন বার্তায় লিখেছেন, 'দীপাবলি উপলক্ষে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা!'

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও এক্স পোস্টে দেশবাসীকে দীপাবলর অভিনন্দন জানিয়েছেন। তিনি তার পোস্টে লিখেছেন ‘এই মহান উৎসব আপনাদের সকলের জীবনে বয়ে আনুক জ্ঞান, গৌরব, স্বাস্থ্য, সুখ, সৌভাগ্য ও সমৃদ্ধি। সকলের জীবন সম্পদ, উদ্যম ও শক্তিতে ভরে উঠুক’।

কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি X-এ পোস্ট করার সময় দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, এই মহান উৎসব সবার জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও সুখ।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। এক্স-এর পোস্টে তিনি লিখেছেন, ‘দিওয়ালি উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও  শুভেচ্ছা। পারস্পরিক সম্প্রীতি, সম্প্রীতি এবং আনন্দের সঙ্গে দীপাবলি উদযাপন করুন।

X-এ দীপাবলির শুভেচ্ছা জানিয়ে কংগ্রেস লিখেছে, 'সমস্ত দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা। এই পবিত্র উত্সব আপনাদের সকলের জীবনে সুখ, সমৃদ্ধি এবং সমৃদ্ধি বয়ে আনুক, আমরা তাই কামনা করি।' বিএসপি সুপ্রিমো মায়াবতী দিওয়ালি এবং ভাই ফোঁটা উপলক্ষ্যে  দেশবাসীকে শুভকামনা জানিয়েছেন।

modi Diwali
Advertisment