মঙ্গলবার, ১৫ জানুয়ারি, ৬৩ বছরে পা দিলেন বিএসপি সুপ্রিমো মায়াবতী। সারা রাজ্য জুড়ে মহা ধুমধামে তাঁর জন্মদিন পালিত হল। মায়াসমর্থকরা কোথাও আয়োজন করেছিলেন ভোজসভার, কোথাও আনা হয়েছিল কয়েকতলা কেক। তবে কিনা আমরোহার পার্টি কর্মীদের লজ্জা দেবে সেখানকার কেক কাণ্ড।
আমরোহার কেক কাণ্ডের ফুটেজ ঘুরছে সোশাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে বিএসপি সদস্যরা মরিয়া হয়ে কেক খাবলাচ্ছেন, একে অন্য়কে কনুই দিয়ে গুঁতো মারছেন। সে লড়াই শেষ পর্যন্ত এমন অবস্থায় পৌঁছয় যে কেক গড়াগড়ি খায়, কয়েকজনের কপালে জোটে শুধু ওপরতলার আইসিংটুকুই।
#WATCH: People loot cake during an event in Amroha, on Bahujan Samaj Party (BSP) chief Mayawati’s 63rd birthday today. pic.twitter.com/8Q4bDWdr66
— ANI UP (@ANINewsUP) January 15, 2019
মঞ্চের ওপরের কয়েকজন কর্মকর্তাজাতীয় ব্যক্তি কর্মীদের যথাযথ ব্যবহার করতে বলেছিলেন, এবং এ ঘটনা ফোনে রেকর্ড করতে বারণ করেন। এ সব অনুরোধ যে ধোপে টেঁকেনি, তা বলাই বাহুল্য। এ ঘটনার ফুটেজ অনলাইনে ছড়িয়ে পড়েছে, যা দেখে খুবই হতাশ হয়ে পড়েছেন কেউ কেউ।