এমডিএইচ মালিক মহাশয় ধর্মপাল গুলাটির জীবনাবসান। মৃত্য়ুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭। টেলিভিশন ও সংবাদপত্রে এমডিএইচ মশলার বিজ্ঞাপনে পরিচিত ছিল তাঁর মুখ।
১৯২৩ সালের ২৭ মার্চ পাকিস্তানের শিয়ালকোটে জন্ম মহাশয় ধর্মপালের। পঞ্চম শ্রেণিতে পড়ার সময় স্কুল ছাড়েন গুলাটি। ১৯৩৭ সালে বাবার সাহায্য়ে আয়না, সাবানের ছোট ব্য়বসা শুরু করেন তিনি। পরে পোশাক ও হার্ডওয়ারের জিনিস বিক্রিও শুরু করেন তিনি। চালের ব্য়বসাও করেন তিনি। তবে, সেই ব্য়বসা দীর্ঘস্থায়ী হয়নি।
এরপর পারিবারিক মশলার ব্য়বসায় যোগ দেন তিনি। মহাশিয়ান ডি হাট্টি নামে মশলার ব্য়বসায় যুক্ত হন গুলাটি।
আরও পড়ুন: কৃষি আইন বাতিল করতে সংসদে বিশেষ অধিবেশনের দাবি কৃষকদের
দেশভাগের পর ভারতে আসেন গুলাটি। ১৯৪৭ সালে ১৫০০ টাকা নিয়ে দিল্লিতে পা রাখেন তিনি। মশলার ব্য়বসা ছাড়াও নয়া দিল্লির জনকপুরিতে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন তিনি। সেইসঙ্গে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও তৈরি করেছেন।
গুলাটির প্রয়াণে শোকপ্রকাশ করেছেন দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও উপমুখ্য়মন্ত্রী মণীশ সিসোদিয়া।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন