মি টু-র জেরে এক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পদত্যাগ করেছেন। আর এক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিতর্কিত মন্তব্য করলেন সে পদত্যাগের এক দিনের মধ্যেই। বুধবার পন রাধাকৃষ্ণন বলেছেন মি টু আন্দোলন শুরু করেছেন বিকৃতমনারা। দেশ জুড়ে মি টু আন্দোলন ছড়িয়ে পড়া নিয়ে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলে এ কথা বলেছেন মন্ত্রী।
কেন্দ্রীয় জাহাজ ও অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী বলেছেন, ‘‘কেউ যদি অভিযোগ করে এরকম একটা ঘটনা ঘটেছিল... যখন এ ঘটনা ঘটেছিল তখন আমরা দুজনে ক্লাস ফাইভে খেলা করছিলাম... তাহলে ব্যাপারটা ভাল হয় কি?’’ সংবাদ সংস্থা পিটিআই এ ব্যাপারে মন্ত্রীকে উদ্ধৃত করেছে। তিনি বলেছেন, ‘‘এই (মি টু) আন্দোলন ব্যাপারটা কিছু বিকৃতমনা মানুষের ব্যবহারের ফল’’।
আরও পড়ুন, #MeToo: আদালতে গৃহীত আকবরের মামলা, শুনানি ৩১ অক্টোবর
শুধু এ টুকু বলেই থেমে থাকেননি কেন্দ্রীয় মন্ত্রী পন রাধাকৃষ্ণন। তিনি আরও বলেছেন, যদি পুরুষ মানুষরা এরকম একটা ব্যাপার শুরু করে, তখন কি সেটা ঠিক হবে?, ‘‘সেটা তো অত্যন্ত অপমানকর হবে, তখন তা কি মেনে নেওয়া হবে?’’
গত কয়েকদিন ধরে তীব্র গতি পেয়েছে মি টু আন্দোলন। বহু মহিলা সামনে এসেছেন, নির্ভীকচিত্তে জানিয়েছেন কর্মক্ষেত্রে যৌন হেনস্থার কথা।
এরই মধ্যে বুধবার পদত্যাগ করতে বাধ্য হয়েছেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী এম জে আকবর। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের প্রায় বন্যা বয়ে যাচ্ছিল। এ ছাড়াও মি টু আন্দোলনের জেরে যৌন হেনস্থায় অভিযুক্ত হয়েছেন নানা পাটেকর, আলোক নাথ, সুভাষ ঘাইয়ের মত চলচ্চিত্র জগতের নামীদামীরা। নাম উঠেছে সিনিয়র সাংবাদিক বিনোদ দুয়ারও।
Read Full Story in English