Advertisment

#Me Too: সমস্ত অভিযোগ অস্বীকার এম জে আকবরের, অভিযোগকারিণীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দিকে যাচ্ছেন বিজেপি মন্ত্রী

গোটা বিষয়টির পিছনে রাজনৈতিক অভিসন্ধিরও ইঙ্গিত দিয়েছেন আকবর। তিনি বলেছেন, ‘‘সাধারণ নির্বাচনের কয়েক মাস আগেই কেন এ নিয়ে এত ঝড় বইতে শুরু করল? আপনারাই বিচার করুন।"

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আকবরের পক্ষে মোট ছয় সাক্ষীর নাম উল্লেখ করা হয়েছে।

পদত্যাগের জল্পনা উড়িয়ে দিয়ে অভিযোগকারীদের উদ্দেশে কামান দাগলেন বিজেপি-র মন্ত্রী এম জে আকবর। বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী জানিয়েছেন, মি টু তে তাঁর বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, সে নিয়ে আইনের দ্বারস্থ হবেন তিনি। দেশে ফেরার পর আজ তিনি যে বিবৃতি দিয়েছেন, তাতে আকবর বলেছেন, ‘‘কর্মসূত্রে দেশের বাইরে থাকায় আমি এর আগে এ নিয়ে জবাব দিতে পারেননি।  আমার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভুয়ো এবং এবং ভিত্তিহীন।’’

Advertisment

আকবরের বক্তব্য, প্রমাণ ছাড়া অভিযোগ করে দেওয়ার ব্যাপারটা আজকাল একটা অংশের মধ্যে খুব ভাইরাল হয়ে পড়েছে। যাই হোক না কেন, এবার আমি ফিরে এসেছি, আমার আইনজীবীরা এসব ভিত্তিহীন অভিযোগগুলি খতিয়ে দেখবেন এবং পরবর্তী আইনি পদক্ষেপ স্থির করবেন।

গোটা বিষয়টির পিছনে রাজনৈতিক অভিসন্ধিরও ইঙ্গিত দিয়েছেন আকবর। তিনি বলেছেন, ‘‘সাধারণ নির্বাচনের কয়েক মাস আগেই কেন এ নিয়ে এত ঝড় বইতে শুরু করল? আপনারাই বিচার করুন। এই ভুয়ো ভিত্তিহীন মনগড়া অভিযোগ আমার সুনাম ও মর্যাদার পক্ষে হানিকর।’’

আত্মপক্ষ সমর্থনে উদাহরণও হাজির করেছেন প্রাক্তন এই সাংবাদিক। তিনি বলেছেন, ‘‘এ বিষয়টা শুরু হয়েছিল প্রিয়া রামাণির একটা আর্টিকেল থেকে। যদিও তিনি আমার নাম উল্লেখ করেননি কারণ তিনি জানতেন এটা সত্যি নয়। সম্প্রতি তাঁকে যখন জিজ্ঞাসা করা হয়ে যে কেন তিনি আমার নাম উল্লেখ করেননি, তখন তিনি একটি টুইটে বলেন, আমি কখনওই ওঁর নাম করিনি কারণ আমি জানতাম উনি কিছু ‘করেননি’।’’

bjp
Advertisment