Advertisment

'দত্তক নেওয়া শিশুর পাসপোর্ট নাকচ করতে পারে না বিদেশমন্ত্রক': কেন্দ্রকে জবাব তলব হাইকোর্টের

২০১৯ সালে এক শিশুর নামে পিটিশন ফাইল করা হয় আদালতে। ওই পিটিশনে উল্লেখ করা হয়, সিএআরএ থেকে এনওসি না মেলায়, এই যুক্তি দেখিয়ে শিশুটিকে পাসপোর্ট দেওয়া হয়নি।

author-image
IE Bangla Web Desk
New Update
passport for adopted children, পাসপোর্ট, দত্তক নেওয়া শিশু

প্রতীকী ছবি।

'দত্তক নেওয়া শিশুর পাসপোর্ট প্রত্য়াহার করতে পারে না বিদেশমন্ত্রক', এ সংক্রান্ত এক মামলার শুনানিতে কেন্দ্রকে ২ সপ্তাহের মধ্য়ে জবাব দিতে নির্দেশ দিল পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। দত্তক প্রক্রিয়ার বৈধতা ও সেন্ট্রাল অ্য়াডপশন রিসোর্স অথিরিটি (সিএআরএ) থেকে ছাড়পত্র না থাকার কারণ দেখিয়ে একজন দত্তক নেওয়া শিশু বা পালিত সন্তানের পাসপোর্ট প্রত্য়াখান করতে পারে না বিদেশমন্ত্রক, এ নিয়েই পিটিশন জমা পড়ে আদালতে।

Advertisment

২০১৯ সালে এক শিশুর নামে পিটিশন ফাইল করা হয় আদালতে। ওই পিটিশনে উল্লেখ করা হয়, সিএআরএ থেকে এনওসি না মেলায়, এই যুক্তি দেখিয়ে শিশুটিকে পাসপোর্ট দেওয়া হয়নি। এই সিদ্ধান্তকে চ্য়ালেঞ্জ জানিয়ে আদালতে পিটিশন দায়ের করা হয়। জানা যাচ্ছে, ২০১৭ সালে জন্ম শিশুটির। ২০১৮ সালে ওই শিশুটিকে দত্তক নেন তার মায়ের বোন। শিশুটির দত্তক মা-বাবা ব্রিটিশ নাগরিক। এদিকে, শিশুটির আসল বাবা-মা জলন্ধরের বাসিন্দা। জন্মের শংসাপত্রে শিশুটির বাবা-মায়ের নাম বদল করা হয়।

আরও পড়ুন: গর্গ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির প্রতিবাদে আসাম ভবন অভিযান

এ মামলায় বিশেষজ্ঞ হিসেবে রয়েছেন অ্য়ামিকাস ক্য়ুরি অনিল মালহোত্রা। তিনি এ নিয়ে রিপোর্ট পেশ করেছেন। এ প্রেক্ষিতে অতিরিক্ত সলিসিটর জেনারেল সত্য় পাল জৈন আদালতকে জানিয়েছেন যে দিল্লিতে রিপোর্টটি পাঠানো হয়েছে। মামলাটির নিষ্পত্তির জন্য় আগামী ১৫ জুলাই তালিকাভুক্ত করেছেন বিচারপতি জয়শ্রী ঠাকুর। এ মামলায় জবাব দিতে কেন্দ্রকে ২ সপ্তাহ সময় দিয়েছে আদালত।

জানা গিয়েছে, ৭৯ পাতার রিপোর্টে মালহোত্রা জানিয়েছেন, সিএআরএ থেকে এনওসি না থাকায় একজন দত্তক নেওয়া শিশুর পাসপোর্টের আবেদনপত্র খারিজ করার মানে হয় না।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন 

national news
Advertisment