আফগানিস্তানের পরিস্থিতি এবং সেদেশ থেকে এ দেশে ভারতীয় ও আফগান শরণার্থীদের ফিরিয়ে আনা প্রসঙ্গে সংসদের উভয় কক্ষের দলীয় নেতাদের পুঙ্খানুপুঙ্খ জানাবে কেন্দ্র। বিদেশমন্ত্রককে এই নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার এই ঘোষণা করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পুরো বিষয়টির তত্ত্বাবধান করছেন সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী।
তালিবানদের আফগানিস্তান দখলের পর ধ্বস্ত সেদেশ। ইতিমধ্যেই বায়ু সেনার বেশ কয়েকটি বিমানে আফগানিস্তান থেকে এ দেশের নাগরিকদের ভারতে ফেরানো হয়েছে। এই প্রক্রিয়া জারি রয়েছে। প্রাণ বাঁচাতে এসেছেন আফগান পার্লামেন্টের সেনাটররা সহ বহু শরণার্থীও। আনুমানিক হিসাব অনুসারে বর্তমানে আফগানিস্তানে ৪০০ ভারতীয় রয়েছেন। তাঁদের এ দেশে ফিরিয়ে আনা, শরণার্থীদের আশ্রয় দেওয়া নিয়েই সংসদের উভয় কক্ষের দলনেতাদের বার্তা দেবে কেন্দ্রীয় সরকার।
সোমবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর টুইটে লিখেন, "আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে সংসদের উভয় কক্ষের নেতাদের অবহিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশমন্ত্রককে নির্দেশ দিয়েছে। পরে এই বিষয়ে বিশদে জানাবেন সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী।"বর্তমানে পরিস্থিতির প্রেক্ষিতে আফগানিস্তান থেকে সেদেশের সংখ্যালঘুদের এ দেশে ফেরাতে সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইনের যৌক্তিকতা সব দলনেতাদের সামনে তুলে ধরতে পারে মোদী সরকার।
এদিকে, সোমবার সকালে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে কাবুল বিমানবন্দর চত্বরে৷ বিমাবন্দরের উত্তর গেটে আচমকা ঢুকে পড়ে এক বন্দুকবাজ৷ এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে ওই বন্দুকবাজ৷ পাল্টা গুলিতে বন্দুকবাজের মৃত্যু হয়েছে৷ গুলিবিদ্ধ হয়েছেন আরও তিনজন৷ আহতদের মধ্যে আমেরিকা ও জার্মান সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন৷ জার্মান সামরিক বাহিনীর তরফে টুইটারে জানানো হয়েছে, নিহত বন্দুকবাজ বিমানবন্দরে পাহারার জন্য মোতায়েন তালিবান যোদ্ধাদের মধ্যে একজন কিনা তা এখনও নিশ্চিত করা যায়নি৷ এই ঘটনার পরেই কাবুল বিমানবন্দরের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা আরও বেশি দৃঢ় করেছে মার্কিন সেনা৷
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন