Advertisment

সুখবর, সানি লিওনের ভক্ত হলেই মাংসের দোকানে বড় ছাড়

কেন হঠাৎ এই ছাড়ের ঘোষণা করলেন মাংস বিক্রেতা প্রসাদ কেএন?

author-image
IE Bangla Web Desk
New Update
meat seller announces 10 percent discount for sunny leone fans in karnataka

এই সেই মাংসের দোকান।

কর্নাটকের এক মাংস বিক্রেতা 'বলিউড সেনসেশন' অভিনেত্রী সানি লিওনের ভক্তদের জন্য ১০ শতাংশ ছাড় ঘোষণা করেছেন।

Advertisment

মান্ডা জেলার বাসিন্দা ওই মাংস বিক্রেতা প্রসাদ কে এন-য়ের কথায়, সে অভিনেত্রী সানি লিওনের জনহিতকর কাজ দেখে অনুপ্রাণিত। ক্রমেই তিনি অভিনেত্রীর বড় ভক্ত হয়ে উঠেছেন। তাই মাংস বিক্রিতে ছাড় দিচ্ছেন। প্রসাদ প্রায় দুই বছর ধরে জেলায় ডিকে মুরগির মাংসের দোকান চালাচ্ছেন।

প্রসাদ কে এন তাঁর ব্যবসার প্রচারের জন্য লিওনের নাম ব্যবহার করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, 'আমি অভিনেত্রীর ভক্তদের জন্য মাত্র ১০ শতাংশ ছাড় দিচ্ছি। যদি এতে তাঁর ভক্তের সংখ্যা বাড়ে তবে সে দাতব্য কাজ আরও করতে উৎসাহিত হবেন। কিন্তু, আমার দোকানের ছবি ভাইরাল হওয়ার পর ক্রেতার সংখ্যা বেড়েছে।'

মাংস বিক্রেতার সংযোজন, 'অতীতের পর্ন মুভির সঙ্গে যুক্ত থাকার কারণে সানি লিওনকে প্রায়শই যৌন প্রতীক হিসাবে দেখা হয়। আমি প্রায়ই আমার অনেক বন্ধুদের তাঁর সম্পর্কে নানা কথা বলতে শুনেছি। তারপর আমি সানি লিওনের জীবন সম্পর্কে পড়তে শুরু করি এবং জানতে পারি যে, তিনি সমাজের জন্য অনেক কিছু করেছেন। একটি মেয়েকে দত্তক নেওয়া থেকে শুরু করে একটি স্কুল চালানো এবং কোভিড মহামারী চলাকালীন সহায়তা করা। তিনি সত্যিই একজন রোল মডেল। তাই, আমি তাঁর ভক্তদের ১০ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।'

ছাড় পেতে হলে ক্রেতাদের নির্দিষ্ট পদ্ধতি মানতে হবে। প্রসাদের কথায়, 'ক্রেতারা যদি ইনস্টাগ্রাম এবং ফেসবুকে সানি লিওনকে অনুসরণ করে তবেই তাঁরা ছাড় পাবেন। এছাড়া, তাঁদের অবশ্যই সানি লিওন অভিনীত যে কোনও ফিল্ম সম্পর্কিত সোশ্যাল মিডিয়া একটি মন্তব্য করতে হবে।'

মাংস বিক্রেতা বলেছেন যে লিওনের ভক্তদের জন্য বিশেষ অফার শুরু করার পরে তিনি উৎসাহ এবং কটূক্তি উভয়ই পেয়েছেন।

হালাল এবং ঝাটকা মাংস নিয়ে সাম্প্রতিক বিতর্ক সম্পর্কে জানতে চাইলে মাংস বিক্রেতা প্রসাদ তিনি বলেন, 'আমাদের এলাকায় মুসলিম গ্রাহক নেই। তাই ঝাটকা মাংস বিক্রি করি। এই বিতর্কের সঙ্গে আমার কোনও

Read in English

karnataka Meat Shop Sunny Leone
Advertisment