Advertisment

Electoral bond: সাধারণ শ্রমিক থেকে 'লটারি কিং'! পাঁচ বছরে হাজার হাজার কোটির রাজনৈতিক অনুদান, কে এই ব্যক্তি ?

একসময় ছিলেন একজন শ্রমিক, এখন তিনি 'লটারি কিং'...! কে সান্তিয়াগো মার্টিন? যার কোম্পানি সবচেয়ে বেশি নির্বাচনী বন্ড কিনেছে?

author-image
IE Bangla Web Desk
New Update
Who is Lottery King,Electoral bonds,Lottery King,Who is Santiago Martin,Future Gaming Solutions India Pvt. Ltd,Bangla News, Latest Bangla News, News in Bangla, Bengali News, Latest Bengali News, News in Bengali

সান্তিয়াগো মার্টিন

একসময় ছিলেন একজন শ্রমিক, এখন তিনি 'লটারির কিং'…কে সান্তিয়াগো মার্টিন? যার কোম্পানি সবচেয়ে বেশি নির্বাচনী বন্ড কিনেছে?

Advertisment

সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচনী বন্ড সংক্রান্ত বিশদ বিবরণ কমিশনের কাছে তুলে দিয়েছে এসবিআই। গতকাল ১৪ মার্চ তা কমিশনের ওয়েব সাইটে আপলোড করেছে নির্বাচন কমিশন। কমিশনের প্রকাশিত ডেটা অনুসারে দেশের বেশ কিছু কোম্পানি বেশ কয়েকজন প্রভাবশালী ২০১৯ সাল থেকে এখন পর্যন্ত নির্বাচনী বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলিকে ১,২৭,৬৯,০৮,৯৩,০০০ টাকা দান করেছে।

যারা নির্বাচনী বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলকে অনুদান দিয়েছেন তাদের মধ্যে অনেক কোম্পানি ও ব্যক্তি রয়েছে। তথ্য অনুযায়ী, যে সংস্থা সবচেয়ে বেশি রাজনৈতিক অনুদান দিয়েছে সেই সংস্থার নাম 'ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস'।

ফিউচার গেমিং সেই কোম্পানি যে সংস্থার বিরুদ্ধে ২০২২ সালের মার্চে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্তে নামে। ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে নির্বাচনী বন্ড প্রকল্পের মাধ্যমে সংস্থাটি ১৩৬৮ কোটি টাকার রাজনৈতিক অনুদান দিয়েছে। সংস্থাটি সান্তিয়াগো মার্টিন নামের এক ব্যক্তির, যিনি 'লটারি কিং' নামেও পরিচিত। রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, সান্তিয়াগো মার্টিন একসময় মায়নামারে শ্রমিক হিসেবে কাজ করতেন। কিন্তু আজ তিনিই লটারি কিং। আর তারই কোম্পানি ফিউচার গেমিং সবচেয়ে বেশি পরিমাণের রাজনৈতিক অনুদান প্রদান করেছে।

সান্তিয়াগো মার্টিন কে?

মার্টিন চ্যারিটেবল ট্রাস্টের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, সান্তিয়াগো মার্টিন, মার্টিন গ্রুপ অফ কোম্পানির প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান, যিনি খুব অল্প বয়সে লটারির ব্যবসা শুরু করেন। মার্টিন 'লটারি কিং' হিসাবে বেশি পরিচিত। লটারির ব্যবসায় প্রবেশের আগে তিনি মায়নামারের ইয়াঙ্গুনে শ্রমিক হিসেবেও কাজ করতেন। এর পর তিনি ভারতে ফিরে আসেন।

সান্তিয়াগো মার্টিনের নেতৃত্বাধীন সংস্থার রিয়েল এস্টেট, নির্মাণ থেকে আতিথেয়তা, সফ্টওয়্যার এবং প্রযুক্তির পাশাপাশি একাধিক ব্যবসা রয়েছে। কমিশনের তথ্য অনুসারে, ফিউচার গেমিং ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে ১৩৬৮ কোটি রাজনৈতিক অনুদান প্রদান করেছে।

সুপ্রিম কোর্টের তিরস্কারের পরে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নির্বাচনী বন্ডের বিশদ বিবরণ প্রকাশ করেছে। এরপর রাজনৈতিক অনুদানের জন্য ইলেক্টোরাল বন্ড ক্রয়কারী প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। প্রকাশিত তালিকা অনুসারে সর্বোচ্চ রাজনৈতিক অনুদান দিয়েছে ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড নামে এক কোম্পানি। এই সংস্থাটি সান্তিয়াগো মার্টিনের। যিনি "লটারি কিং" নামে পরিচিত।

সান্তিয়াগো মার্টিন ১৯৮৮ সালে মায়নামার থেকে ভারতে ফিরে আসেন এবং তামিলনাড়ুতে একটি লটারি ব্যবসা শুরু করেন। পরে তিনি কর্ণাটক এবং কেরলে তার ব্যবসা সম্প্রসারণ করেন। পরবর্তীতে তিনি ভুটান ও নেপালেও ছড়িয়ে দেন এই ব্যবসা। তথ্য অনুযায়ী, তিনি পরবর্তীতে নির্মাণ, রিয়েল এস্টেট, টেক্সটাইল এবং হসপিটালিটি ইত্যাদি নানান ক্ষেত্রে ব্যবসা সম্প্রসারণ করেন।

কমিশনের আপলোড করা তথ্য অনুসারে আর যে সকল রাজনৈতিক অনুদান দিয়েছেন তাদের মধ্যে রয়েছে মধ্যে রয়েছে স্পাইসজেট, ইন্ডিগো, গ্রাসিম ইন্ডাস্ট্রিজ, মেঘা ইঞ্জিনিয়ারিং, পিরামল এন্টারপ্রাইজ, টরেন্ট পাওয়ার, ভারতী এয়ারটেল, ডিএলএফ কমার্শিয়াল ডেভেলপারস, বেদান্ত লিমিটেড, অ্যাপোলো টায়ারস, এডেলউইস, কেভেনটার, সুলা উইনেস। , ওয়েলস্পন, সান ফার্মা, বর্ধমান টেক্সটাইল, জিন্দাল গ্রুপ, ফিলিপস কার্বন ব্ল্যাক লিমিটেড, সিইএটি টায়ারস, ড. রেড্ডি'স ল্যাবরেটরিজ, আইটিসি, কেপি এন্টারপ্রাইজ, সিপ্লা এবং আল্ট্রাটেক সিমেন্ট, পিভিআর।

sbi supreme court election commission Electoral Bond
Advertisment