/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/12/759-1.jpeg)
মেঘালয়ের খনিতে কমপক্ষে ১৩ জন শ্রমিকের মৃত্যুর আশঙ্কা। ছবি সৌজন্যে, মেঘালয় পুলিশ।
খনিগর্ভে জল ঢুকে ভয়াবহ পরিস্থিতি তৈরি হল মেঘালয়ে। এ ঘটনায় কমপক্ষে ১৩ জন শ্রমিকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পাহাড় জেলা এলাকায় একটি বেআইনি কয়লাখনিতে এই দুর্ঘটনা ঘটে। খনিগর্ভে জল ঢুকে পড়ায় আটকে পড়েছেন কমপক্ষে ১৩ জন শ্রমিক। ইতিমধ্যেই খনির ভিতর থেকে জল বের করে শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।
বৃহস্পতিবার সকালে ওই কয়লা খনিতে জল ঢুকে যায় বলে জানা গিয়েছে। এ ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশ সুপার সিলভেস্টার নংটিঙ্গার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, ‘‘উদ্ধারকাজে নামানো হয়েছে এনডিআরএফ ও এসডিআরএফ দল। খনির মালিকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এটা গভীর খনি ছিল।’’ তবে এ ঘটনার জেরে খনিগর্ভে আটকে পড়া শ্রমিকরা কী অবস্থায় রয়েছেন, সে ব্যাপারে সুস্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। সূত্র মারফৎ জানা গিয়েছে, খনিগর্ভে আটকে পড়ে মৃত্যুই হয়েছে ওই শ্রমিকদের।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/12/7591.jpeg)
আরও পড়ুন, দেশকে পাকিস্তান বানাতে দেওয়া যাবে না: হাইকোর্ট
উল্লেখ্য, ২০১৪ সালে মেঘালয়ে যত্রতত্র ইঁদুরের গর্তের মতো খনি তৈরিতে নিষেধাজ্ঞা জারি করেছিল জাতীয় পরিবেশ আদালত। কিন্তু আদালতের সেই নিষেধাজ্ঞাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে সে রাজ্যে যত্রতত্র বেআইনি ভাবে খনি তৈরি করা হচ্ছে বলে গত নভেম্বরে সরব হন সমাজকর্মী অ্যাগনেস খার্শিইং। বেআইনি ভাবে একটি খনি তৈরি নিয়ে সরব হওয়ায় অ্যাগনেসের সহকর্মী অমিতা সাংমার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে।
Read the full story in English