/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/01/meghalaya-759-1-1.jpg)
মাস খানেক আগে মেঘালয়ের অবৈধ খনিতে আটকে পড়া ১৫ জন শ্রমিকের মধ্যে একজনের দেহ উদ্ধার করল ভারতীয় নৌবাহিনী। বৃহস্পতিবার সকালে খনিগর্ভের ২০০ ফুট নীচ থেকে ওই দেহ উদ্ধার করা হয়। পূর্ব জয়ন্তিয়া পাহাড়ের ওই অবৈধ খনিতে আটকে পড়া বাকি শ্রমিকদের খোঁজে তল্লাশি অভিযান জারি রয়েছে।
ভারতীয় নৌ সেনার মুখপাত্র টুইট করে জানিয়েছেন, "আন্ডারওয়াটার রিমোটলি অপারেটেড ভেহিকলের সাহায্যে খনির ২১০ ফুট নীচে একটি দেহের খোঁজ পাওয়া গিয়েছে। চিকিৎসকদের উপস্থিতিতে দেহ ওপরে তুলে আনা হবে।"
আরও পড়ুন, ‘‘পরিকল্পিত বিতর্ক’’, জেএনইউকাণ্ডে বিস্ফোরক দাবি দুই প্রাক্তন এবিভিপি সদস্যের
Here is a video of the rescue operations underway at a rat-hole mine in Meghalaya https://t.co/TX8VKeueAipic.twitter.com/mFf1m8kfj8
— The Indian Express (@IndianExpress) January 17, 2019
১২ ডিসেম্বর মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পাহাড়ের ওই বেআইনি খনিতে জল ঢুকে পড়ায় আটকে পড়েন ১৫ জন শ্রমিক৷ দীর্ঘ সময় পেরিয়ে গেলেও খনিতে আতকে পড়া শ্রমিকদের কোনও হদিশ না মেলায় প্রশাসনের উপর বাড়তে থাকে ক্ষোভ৷ উদ্ধারকার্যের গতি নিয়ে মেঘালয় সরকারকে ভর্ৎসনা করে দেশের শীর্ষ আদালত।
#MeghalayaMineTragedy#Flash One body detected by Indian Navy Divers using Underwater ROV at a depth of approx 60 feet and 210 feet inside a rat-hole mine @SpokespersonMoD@DefenceMinIndia@nsitharaman@PMOIndiapic.twitter.com/sP1sv6ikRn
— SpokespersonNavy (@indiannavy) January 17, 2019
উদ্ধারকার্যে সাহায্য করার জন্য হায়দরাবাদের ন্যাশনাল জিওগ্রাফিকাল ইন্সটিটিউট, রুরকির ন্যাশনাল ইন্সটিটিউট অব হাইড্রোলজি সহ পাঁচটি প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ দল ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন ঘটনাস্থলে।