Advertisment

বিচ্ছিন্নতাবাদী নেতার মুক্তির আর্জি মেহবুবার

শাহিদের স্ত্রীর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। স্ত্রীর অসুস্থতায় মানবিকতার দিক থেকে যাতে শাহিদকে এ সময় ছাড়া হয়, সেকথাই রাজনাথকে ফোনে বলেছেন পিডিপি নেত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
mehbooba mufti, মেহবুবা মুফতি

মেহবুবা মুফতি। ছবি: শোয়েব মাসুদি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

বিচ্ছিন্নতাবাদী নেতার মুক্তির জন্য সরব হলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। এনআইএ হেফাজতে থাকা বিচ্ছিন্নতাবাদী নেতা শাহিদ-উল-ইসলামকে ছেড়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে দরবার করলেন পিডিপি নেত্রী। উল্লেখ্য, শাহিদের স্ত্রী অসুস্থ। তাই মানবিকতার খাতিরে যাতে শাহিদকে ছাড়া হয়, সে আর্জিই রাজনাথের কাছে রেখেছেন মেহবুবা।

Advertisment

এ নিয়ে রাজনাথ সিংয়ের সঙ্গে ফোনে কথা বলেছেন মেহবুবা। শাহিদের স্ত্রীর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। স্ত্রীর অসুস্থতায় মানবিকতার দিক থেকে যাতে শাহিদকে এ সময় ছাড়া হয়, সেকথাই রাজনাথকে ফোনে বলেছেন পিডিপি নেত্রী। শাহিদের মুক্তি নিয়ে রাজনাথ সিংয়ের সঙ্গে তাঁর ফোনে যে কথা হয়েছে, তা টুইট করে জানিয়েছেন মেহবুবা। উল্লেখ্য, টুইটারে ওই বিচ্ছিন্নতাবাদী নেতার মুক্তির আর্জি জানান এক ব্যক্তি। সেই ব্যক্তির টুইটের জবাবেই একথা জানান মেহবুবা।

আরও পড়ুন, জম্মু-কাশ্মীরে জোড়া বিস্ফোরণ, কেঁপে উঠল ঘণ্টা ঘর

পিডিপির ওয়াহিদ পররা সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে দেশদ্রোহিতার মামলায় যেভাবে কাশ্মীরি পড়ুয়াদের অভিযুক্ত করা হয়েছে, তা নিয়েও রাজনাথের সঙ্গে কথা হয়েছে মেহবুবার।

অন্যদিকে, জম্মু-কাশ্মীরে অশান্তি অব্যাহত। গতকালই বিস্ফোরণে কেঁপে ওঠে শ্রীনগরের লালচক এলাকার ঘণ্টা ঘর। সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এই নিয়ে দুটি বিস্ফোরণ ঘটল। এর আগের বিস্ফোরণটি ঘটেছে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের গাগরাণ পুলিশ ক্যাম্পে। জানা যাচ্ছে, ক্যাম্পটিতে গ্রেনেড হামলা করা হয়েছে।

Read the full story in English

Mehbooba Mufti national news
Advertisment