Advertisment

Mehbooba Mufti: মারাত্মক পথদুর্ঘটনা, অল্পের জন্য প্রাণরক্ষা মেহবুবা মুফতির

কাশ্মীরের অনন্তনাগ জেলার সঙ্গম এলাকায় তার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।

author-image
IE Bangla Web Desk
New Update
Mufti accident

দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার সঙ্গম এলাকায়। (ফাইল/এএনআই)

বৃহস্পতিবার মারাত্মক পথ দুর্ঘটনার শিকার হলেন জম্মু ও কাশ্মীরের  প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পিডিপি সভাপতি মেহবুবা মুফতি। অল্পের জন্য কোনমতে প্রাণে বেঁচেছেন  তিনি। কাশ্মীরের অনন্তনাগ জেলার সঙ্গম এলাকায় তার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। জানা গিয়েছে, বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে তাঁর গাড়ির সংঘর্ষ হয়। এ ঘটনায় মেহবুবা মুফতি আঘাত না পেলেও তবে তার গাড়ির চালক পায়ে সামান্য আঘাত পেয়েছেন।

Advertisment

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পিডিপি প্রধান মেহবুবা মুফতির গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। দুর্ঘটনাটি ঘটেছে কাশ্মীরের অনন্তনাগে। তবে দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পান তিনি।

দুর্ঘটনার তথ্য দিয়ে পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) মিডিয়া সেল জানিয়েছে যে পিডিপি প্রধান মেহবুবা মুফতির গাড়ি আজ জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তাঁর নিরাপত্তা আধিকারিক অল্পের জন্য প্রাণে বাঁচেন। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িটি সঙ্গমে অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগেছে। গাড়ি দুর্ঘটনা সত্ত্বেও, পিডিপি প্রধান পূর্ব পরিকল্পিত গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। দলের এক মুখপাত্র দুর্ঘটনা সম্পর্কে বলেছেন যে মেহবুবা নিরাপদ এবং তার কোনও আঘাত লাগেনি।

তার দুর্ঘটনা প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছিলেন মুফতির গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেও  আঘাত থেকে রক্ষা পেয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ শেয়ার করা একটি পোস্টে তিনি লিখেছেন, "আমি আশা করি সরকার দুর্ঘটনার কারণ সম্পর্কে তদন্ত করবে। এই দুর্ঘটনায় নিরাপত্তার কোন গাফিলতি সামনে এলে অবিলম্বে সরকারের তা সমাধান করা উচিত।"

Mehbooba Mufti
Advertisment