বন্দি দশা থেকে বাড়ি ফিরলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহেবুবা মুফতি। তবে তাঁকে মুক্তি দেওয়া হচ্ছে না। প্রশাসন জানিয়েছে, আপাতত চশম এশাহি এলাকার সরকারি গেস্ট হাউসের বদলে নিজের বাড়িতেই থাকবেন মুফতি। বাড়িতেই তাঁকে আটক করে রাখা হচ্ছে। উপকত্য়াকায় ৩৭০ ধারা রদের পর জননিরাপত্তা আইনে আটক করা তাঁকে
প্রায় একমাস আগেই মুক্ত করা হয় জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুখ আবদুল্লাকে। পরে ছাড়া হয় তাঁর পুত্র ওমরকেও।
২৪ মার্চ জননিরাপত্তা আইনে আটক জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবুল্লাকে মুক্তি দেয় প্রশাসন। তার আগে ন্যাশনাল কনফারেন্স নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রবীন ফারুখ আবদুল্লাকেও মুক্তি দেওয়া হয়। একই ধারায় কেন্দ্র শাসিত অঞ্চলের বিভিন্ন জেলে বন্দি ৩১ জনকেও ছেড়ে দেওয়া কথা বলা হয়েছে প্রশাসনের তরফে। জানা গিয়েছে, এই ৩১ জনের মধ্যে ১৭ জন কাশ্মীর ও ১৪ জনকে জম্মু থেকে আটক করা হয়েছিল।
১৩ মার্চ মুক্তি পাওয়ার এক সপ্তাহের মধ্যে মুফতির মা ও কন্যার সঙ্গে গিয়ে দেখা করেছিলেন ফারুখ আবদুল্লা। এই সাক্ষাৎকে 'সৌজন্য' বলে জানিয়েছিলেন তিনি।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন