ভারতে না ফেরার একাধিক কৌশল করা সত্ত্বেও শেষমেশ সত্যিই দেশে ফিরতে হচ্ছে পলাতক হীরে ব্যবসায়ী মেহুল চোকসিকে। অ্যান্টিগার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউন মঙ্গলবার জানিয়ে দিয়েছেন পিএনবি কেলেঙ্কারিতে অভিযুক্ত মেহুলের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে খুব শিগগির এবং তাঁকে ভারতেই ফিরে যেতে হবে।
অ্যান্টিগার প্রধানমন্ত্রী গ্যাস্টন অ্যালফান্সো ব্রাউনি এক সরকারি বিবৃতিতে জানিয়েছেন, "আর্থিক অপরাধের সঙ্গে যুক্ত থাকা কাউকে নিরাপত্তা দেবে না অ্যান্টিগার সরকার"।
আরও পড়ুন, অ্যান্টিগাতে জেরা নয় মেহুল চোকসিকে, জানাল ইডি
পঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ১৪,০০০ কোটি টাকার কেলেঙ্কারিতে অন্যতম অভিযুক্ত মেহুল চোকসি তাঁর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জানিয়েছিলেন ভারতে ফেরার ধকল তিনি নিতে পারবেন না। এর জবাবে চোকসিকে ফেরাতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর প্রস্তাব দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। আইনি রক্ষাকবচের মেয়াদ ফুরোলেই তাঁর অ্যান্টিগার নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে বলে জানিয়েছেন ব্রাউনি।
সোমবার মেহুলকে তার চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র মুম্বইয়ের জেজে হাসপাতালে পাঠানোর নির্দেশ দিয়েছে বম্বে হাইকোর্ট। সেই কাগজপত্র যাচাই করে দেখা হবে চোকসির শারীরিক অবস্থা দেশে ফিরতে পারার মতো স্থিতিশীল রয়েছে কিনা।