কেন্দ্রীয় বাজেটে MGNREGA-তে বরাদ্দ কমানো নিয়ে এবার সোনিয়া গান্ধীর নিশানায় মোদী সরকার। ২০২০ সালের তুলনায় চলতি বছরের বাজেটে MGNREGA-তে বরাদ্দ ৩৫ শতাংশ কমে যাওয়ায় কেন্দ্রের সমালোচনায় সরব কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। করোনা মহামারী দেশে চরম আকার নেওয়ার সময় কেন্দ্রের এই প্রকল্পের মাধ্যমেই কোটি কোটি গরিব পরিবারকে সময়মতো সরকারি সব সাহায্য করা গিয়েছিল বলে দাবি করেছেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী।
MGNREGA-তে বরাদ্দ কমে যাওয়া প্রসঙ্গে এদিন লোকসভায় সোনিয়া গান্ধী বলেন, ''এটি সময়মত অর্থ প্রদান এবং চাকরির আইনি গ্যারান্টিকে দুর্বল করে দিচ্ছে। এই বছরের MGNREGA বাজেট ২০২০ সালের তুলনায় ৩৫ শতাংশ কম। দেশে বেকারত্ব ক্রমাগত বাড়ছে। বাজেটে বরাদ্দ কমানোর জেরে শ্রমিকদের বেতনেও দেরি হচ্ছে।''
এদিকে, অধিবেশনের শুরুর দিকে কেন্দ্রের নয়া শ্রমিক নীতি নিয়ে মোদী সরকারের তুমল সমালোচনা করেছে বিরোধীরা। শ্রমিক সমাজ নয়, কেন্দ্রের নীতিতে সুবিধা পাবে কর্পোরেটরা, এমনই দাবি বিরোধীদের। রাজ্যসভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের কাজ নিয়ে আলোচনায় দেশের ক্রমবর্ধমান বেকারত্ব এবং চাকরি খোয়ানোর বিষয়টি নিয়ে এভাবেই কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেছে বিজেপি বিরোধী একাধিক দল।
আরও পড়ুন- বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম, ‘নিয়ন্ত্রণে আনতেই হবে’, রাহুলের নেতৃত্বে সোচ্চার কংগ্রেস
অন্যদিকে, বৃহস্পতিবার রাজ্যসভার ৭২ জন বিদায়ী সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ''প্রতিষ্ঠানগত শিক্ষায় প্রায়শই সীমাবদ্ধতা থাকে। তবে অভিজ্ঞতা সমস্যার সহজ সমাধান নিয়ে আসে। ত্রুটির সংখ্যাও কমাতে সাহায্য করে। যখন এই ধরনের অভিজ্ঞ সদস্যরা অবসর নেন, তখন হাউস এবং দেশ শূন্যতা অনুভব করে। যাঁরা রয়ে গিয়েছেন তাঁদের দায়িত্ব বাড়ল। এই সদস্যদের কাজ এবার তাঁদেরই এগিয়ে নিয়ে যেতে হবে।'' রাজ্যসভা থেকে বিদায় নেওয়া সব দলের সাংসদদের তাঁদের অভিজ্ঞতা দেশের সব প্রান্তে ছড়িয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী।
Read story in English