Advertisment

খেলা হবে, খেলা হবে বলে ভয় দেখাচ্ছেন দিদি: অমিত শাহ

"‘স্কিম’ চাইলে মোদীজিকে ভোট দিন, আর ‘স্ক্যাম’ চাইলে মমতাকে ভোট দিন।"

author-image
IE Bangla Web Desk
New Update
Sitalkuchi Massacre, Bengal Poll 2021, CISF, Amit Shah, Mamata Banerjee, Cooch Bihar

অমিত শাহ ফাইল ছবি।

বাংলায় প্রথম দফা নির্বাচনের আগে শেষদিনের প্রচারে ঝড় তুলেছে তৃণমূল, বিজেপি ও সংযুক্ত মোর্চা। প্রথম দফায় মেদিনীপুর, বাঁকুড়ার জঙ্গলমহলে এবং দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি আসনে ভোট গ্রহণ আগামী শনিবার, ২৭ মার্চ। তার আগে জঙ্গলমহলে ও সুন্দরবন অঞ্চলে প্রচারে ত্রিমুখী লড়াই চলছে। এদিন জঙ্গলমহল ও সুন্দরবনে একাধিক সভা করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একনজরে দেখে নিন পুরুলিয়ার বাঘমুণ্ডিতে কী কী বললেন স্বরাষ্ট্রমন্ত্রী-

Advertisment
  • পুরুলিয়াতে জলের সমস্যা রয়েছে। মমতা সরকার এত বছরেও কিছু করতে পারেনি। আমরা ক্ষমতায় এলে তার সমাধান করব। ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করব।
  • ‘স্কিম’ চাইলে মোদীজিকে ভোট দিন। আর ‘স্ক্যাম’ চাইলে মমতাকে ভোট দিন। এ বার আপনারা ভাবুন স্কিম চান, না স্ক্যাম চান।
  • দিদি কেন্দ্রের স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারতের ৫ লক্ষ টাকা বাংলার মানুষকে দিতে দেন না। বিজেপি ক্ষমতায় এলে সবাই এই সুবিধা পাবেন।
  • দিদি কেন্দ্রের স্বাস্থ্য প্রকল্পের ৫ লক্ষ টাকা বাংলার মানুষকে দিতে দেন না। বিজেপি সরকার ক্ষমতায় এলে সবাই এই সুবিধা পাবেন।
  • জঙ্গলমহলের মানুষকে চিকিৎসার জন্য যাতে বাইরে যেতে না হয়, তার জন্য জঙ্গলমহলে এইমস তৈরি হবে। পুরো জঙ্গলমহলকে ট্রেন লাইন দিয়ে জুড়ে দেওয়ার কাজ শুরু হয়েছে। ২ বছরের মধ্যে এই কাজ শেষ হবে।
  • বাংলা থেকে ম্যালেরিয়া ও ডেঙ্গুকে সরাতে গেলে দিদিকে সরাতে হবে। আমরা ক্ষমতায় এলে ৫ বছরে বাংলার প্রতিটি পরিবার থেকে অন্তত ১ জনকে চাকরি দেওয়া হবে।
  • ক্ষমতায় এলে আদিবাসীদের কাছ থেকে শিক্ষার ক্ষেত্রে কোনও টাকা নেওয়া হবে না।
  • আমাদের ক্ষমতায় আনুন, অনুপ্রবেশকারীদের কীভাবে বাংলা বের করতে হয় আমরা দেখিয়ে দেব।
  • মতুয়া থেকে শুরু করে যত শরণার্থী ভারতে এসেছেন সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে।
  • খেলা হবে, খেলা হবে বলে ভয় দেখাচ্ছেন কেন দিদি, আমরা আপনাকে আর তৃণমূলের গুন্ডাদের ভয় পাই না।
West Bengal Assembly Election 2021 amit shah bjp
Advertisment