New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/03/Amit-Shah-1.jpg)
অমিত শাহ ফাইল ছবি।
বাংলায় প্রথম দফা নির্বাচনের আগে শেষদিনের প্রচারে ঝড় তুলেছে তৃণমূল, বিজেপি ও সংযুক্ত মোর্চা। প্রথম দফায় মেদিনীপুর, বাঁকুড়ার জঙ্গলমহলে এবং দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি আসনে ভোট গ্রহণ আগামী শনিবার, ২৭ মার্চ। তার আগে জঙ্গলমহলে ও সুন্দরবন অঞ্চলে প্রচারে ত্রিমুখী লড়াই চলছে। এদিন জঙ্গলমহল ও সুন্দরবনে একাধিক সভা করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একনজরে দেখে নিন পুরুলিয়ার বাঘমুণ্ডিতে কী কী বললেন স্বরাষ্ট্রমন্ত্রী-
Advertisment
- পুরুলিয়াতে জলের সমস্যা রয়েছে। মমতা সরকার এত বছরেও কিছু করতে পারেনি। আমরা ক্ষমতায় এলে তার সমাধান করব। ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করব।
- ‘স্কিম’ চাইলে মোদীজিকে ভোট দিন। আর ‘স্ক্যাম’ চাইলে মমতাকে ভোট দিন। এ বার আপনারা ভাবুন স্কিম চান, না স্ক্যাম চান।
Advertisment
- দিদি কেন্দ্রের স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারতের ৫ লক্ষ টাকা বাংলার মানুষকে দিতে দেন না। বিজেপি ক্ষমতায় এলে সবাই এই সুবিধা পাবেন।
- দিদি কেন্দ্রের স্বাস্থ্য প্রকল্পের ৫ লক্ষ টাকা বাংলার মানুষকে দিতে দেন না। বিজেপি সরকার ক্ষমতায় এলে সবাই এই সুবিধা পাবেন।
- জঙ্গলমহলের মানুষকে চিকিৎসার জন্য যাতে বাইরে যেতে না হয়, তার জন্য জঙ্গলমহলে এইমস তৈরি হবে। পুরো জঙ্গলমহলকে ট্রেন লাইন দিয়ে জুড়ে দেওয়ার কাজ শুরু হয়েছে। ২ বছরের মধ্যে এই কাজ শেষ হবে।
- বাংলা থেকে ম্যালেরিয়া ও ডেঙ্গুকে সরাতে গেলে দিদিকে সরাতে হবে। আমরা ক্ষমতায় এলে ৫ বছরে বাংলার প্রতিটি পরিবার থেকে অন্তত ১ জনকে চাকরি দেওয়া হবে।
- ক্ষমতায় এলে আদিবাসীদের কাছ থেকে শিক্ষার ক্ষেত্রে কোনও টাকা নেওয়া হবে না।
- আমাদের ক্ষমতায় আনুন, অনুপ্রবেশকারীদের কীভাবে বাংলা বের করতে হয় আমরা দেখিয়ে দেব।
- মতুয়া থেকে শুরু করে যত শরণার্থী ভারতে এসেছেন সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে।
- খেলা হবে, খেলা হবে বলে ভয় দেখাচ্ছেন কেন দিদি, আমরা আপনাকে আর তৃণমূলের গুন্ডাদের ভয় পাই না।