দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও লেফটেন্যান্ট গভর্নরের সম্পর্কের তিক্ততা থামার নামই নিচ্ছে না। প্রথমে কেন্দ্রের আনা অর্ডিন্যান্স ইস্যুতে কোনঠাসা কেজরিওয়াল সরকার। এবার কেজরিওয়ালের সরকারি বাংলো সংস্কার প্রশ্নে আর্থিক অনিয়মের তদন্তের সুপারিশ করেছে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর। এবার দিল্লির এলজির সুপারিশে পরিপ্রেক্ষিপ্তে কেন্দ্র সিএজিকে তদন্ত করতে বলেছে।
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনের সংস্কারে যে কোটি কোটি টাকা খরচ হয়েছে তার বিশেষ অডিট করবে সিএজি। কেন্দ্রীয় সরকার ২৪ মে, ২০২৩এ দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় সাক্সেনার সুপারিশে সিএজিকে এটি দেখার নির্দেশ দিয়েছিল। তার সুপারিশে, এলজি অভিযোগ করেছিল যে মুখ্যমন্ত্রীর নামে সরকারি ভবনের সংস্কারে বিশাল আর্থিক অনিয়ম হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ৪৫ কোটি টাকা খরচ হয়েছে সংস্কারে। ঘরের পর্দা বসাতেও লাখ লাখ টাকা খরচ হয়েছে।
এ বিষয়ে পূর্ত দফতরকে (পিডব্লিউডি) নোটিশ পাঠানো হয়েছে। ২৪ মে, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর তদন্তের অনুরোধ জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে একটি চিঠি পাঠিয়েছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রক তখন এই অনুরোধটি ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (সিএজি) কাছে পাঠায়। এখন এটি তদন্তের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে সিএজি।
অন্যদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তাঁকে হয়রানির অভিযোগ করেছেন। কেজরিওয়াল বলেছেন যে কেন্দ্রের মোদী সরকার দিল্লিতে আম আদমি পার্টি সরকারকে স্বাভাবিক কাজ করতে দিচ্ছে না। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লি সরকার এবং নিয়ন্ত্রণ পরিষেবাগুলিতে সমস্ত বিধিনিষেধ আরোপ করার কেন্দ্রের নির্দেশের বিরুদ্ধে বহু-দলীয় সমর্থন চেয়েছিলেন।