Advertisment

চরম আর্থিক অনিয়মের অভিযোগ! স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে বরখাস্ত SSB ডিআইজি

"অসন্তোষজনক" উত্তরের ভিত্তিতে ওই আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।

author-image
IE Bangla Web Desk
New Update
MHA dismisses SSB DIG

"অসন্তোষজনক" উত্তরের ভিত্তিতে ওই আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।

স্বরাষ্ট্র মন্ত্রক (MHA) তার অফিসিয়াল পদের অপব্যবহার করে আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত সশস্ত্র সীমা বলের (SSB) এর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) পদমর্যাদার এক আধিকারিককে চাকরি থেকে বরখাস্ত করেছে। ভ্রমণ সংক্রান্ত বিল কেলেঙ্কারির বিষয়ে ইতিমধ্যেই ওই আধিকারিককে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। একই সঙ্গে ওই আধিকারিককে লখনউ সদর দফতরে পোস্টিং করা হয়। "অসন্তোষজনক" উত্তরের ভিত্তিতে ওই আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।

Advertisment

এই বিষয়ে উর্ধ্বতন এক আধিকারিক জানিয়েছেন, ‘গত বছরের ২০ জুন এবং ৫ জুলাই ডিআইজি(এসএসবি) এই বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তার পরই শুরু হয় ওই আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত”।  

১৯ জুন জারি করা এক আদেশে আইজি সেওয়াং নামগ্যাল বলেছেন, "আপনার দেওয়া উত্তরটি ডিজি (এসএসবি) যথাযথভাবে বিবেচনা করেছেন এবং উত্তরটি অসন্তোষজনক বলে মনে হয়েছে। ব্যক্তিগত আর্থিক লাভের জন্য ফেব্রুয়ারি, ২০১৬ থেকে জুলাই ২০১৮ সাল পর্যন্ত দিল্লির সীমান্ত সদর দফতরে কমান্ড্যান্ট (প্রশাসন) হিসাবে পোস্টিং থাকার করার সময় অফিসিয়াল পদের অপব্যবহারের সঙ্গে সম্পর্কিত। যা কোর্ট অফ ইনকোয়ারি (COI) এ প্রমাণিত হয়েছে...” কেন্দ্রীয় সরকার, রিপোর্টগুলি, আপনার ব্যাখ্যা এবং ডিজির সুপারিশ বিবেচনা করার পরে, উল্লিখিত বিধিগুলির 19 (5) বিধির অধীনে আপনাকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে। চাকরি থেকে বরখাস্তের ১০ দিনের মধ্যে বরখাস্ত আদেশের বিরুদ্ধে সরকারের কাছে আপনি ব্যক্তিগত আপিল করতে পারেন”।

MHA
Advertisment