তালিবান কব্জায় আফগান মুলুক৷ ইতিমধ্যেই সেদেশে আটক শতাধিক ভারতীয়কে দেশে ফেরানো হয়েছে৷ তবে এখনও বহু ভারতীয় আফগানিস্তানে আটকে রয়েছেন৷ দ্রুত তাঁদেরও দেশে ফেরাতে জোরদার তৎপরতা কেন্দ্রীয় সরকারের৷ ভারতীয়রা ছাড়াও চাইলেই যাতে আফগানরাও ভারতে এসে আশ্রয় নিতে পারেন তার জন্য দরাজ কেন্দ্র৷ ভারতে ঢোকার ক্ষেত্রে দ্রুত আবেদনের জন্য এবার ইলেকট্রনিক ভিসা বা ই-ভিসার নতুন বিভাগ চালু করেছে কেন্দ্রীয় সরকার।
সোমবারই কাবুল বিমানবন্দরের ভয়াবহ দৃশ্য দেখেছে গোটা বিশ্ব৷ বিমানে কাবুল ছাড়তে মরিয়া আফগানদের দৌড় স্তম্ভিত করেছে বিশ্ববাসীকে৷ প্রাণভয়ে এখন আফগানিস্তান ছেড়ে পালাতে চাইছেন সেদেশের নাগরিকরা৷ হাজার-হাজার মানুষের উপচে পড়া ভিড় কাবুল বিমানবন্দরে৷ ইতিমধ্যেই বিশ্বের নানা দেশ আফগানিস্তান থেকে তাঁদের নাগরিকদের নিরাপদে দেশে ফেরাতে একাধিক তৎপরতা নিয়েছে৷ পিছিয়ে নেই ভারতও৷ আগেই শতাধিক ভারতীয়কে বিমানে দেশে ফেরানো হয়েছে৷ তবে এখনও আফগানিস্তানে আটকে রয়েছেন বহু ভারতীয়৷ এবার তাঁদের জন্যও তৎপর কেন্দ্রীয় সরকার৷ একইসঙ্গে এবার চাইলেই ভারতে এসে আশ্রয় নিতে পারবেন সেখানকার আফগানরা৷ সেই কারণেই ইলেকট্রনিক ভিসা বা ই-ভিসার নতুন বিভাগ চালু করেছে কেন্দ্রীয় সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র টুইটে জানিয়েছেন, বিদেশমন্ত্রক আফগানিস্তানের পরিস্থিতির উপর নজর রাখছে৷ সেখানকার বর্তমান পরিস্থিতির জেরে ভিসার নিয়ম-নীতি সম্পর্কে পর্যালোচনা করা হয়েছে। ভারতে ঢোকার জন্য ফাস্ট-ট্র্যাক ভিসা আবেদনের সুযোগ মিলছে৷ "ই-ইমার্জেন্সি এক্স-মিস্ক ভিসা" বা ইলেকট্রনিক ভিসা নামে একটি নয়া বিভাগ চালু করা হয়েছে৷ যে উদ্যোগের মাধ্যমে সহজেই ভারতে ঢোকার ক্ষেত্রে অনুমোদন মিলবে৷
আরও পড়ুন- ফের কোপ মধ্যবিত্তের হেঁশেলে, ২৫ টাকা বাড়ল ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম
মঙ্গলবারই কাবুল বিমানবন্দরের রোমহর্ষক একাধিক ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে ছড়িয়েছে৷ কাবুলের লোকজন মরিয়া হয়ে শহরের বিমানবন্দরে উড়ানে চড়ার জন্য ভিড় জমিয়েছেন৷ ভিডিওতে দেখা গিয়েছে, স্থানীয়রা বিমানের ডানার উপরেও চড়ে বসেছিলেন৷ বেশ কয়েকজনকে বিমানের পাটাতন ও চাকা ধরেও ঝুলতে দেখা গিয়েছিল৷ বিমানটি ওড়ার পরেই কয়েকজনকে মাঝ-আকাশ থেকে নীচে পড়তেও দেখা গিয়েছে৷ মর্মান্তিক ওই দৃশ্য দেখে চমকে উঠেছে গোটা বিশ্ব৷
বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, যাঁরা আফগানিস্তান ছেড়ে ভারতে আসতে চান তাঁদের পুনর্বাসনে সহায়তা করবে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই কাবুলে ভারতীয় রাষ্ট্রদূত এবং দূতাবাসের কর্মীদের একটি বিশেষ বিমানে ফেরানো হয়েছে৷ বিদেশমন্ত্রকের মুখপাত্র আরও জানিয়েছেন, আফগানিস্তানে থাকা ভারতীয়রা যাঁরা দেশে ফিরতে চান তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে৷ জরুরি ভিত্তিতে যোগাযোগের জন্য বিশেষ কয়েকটি ফোন নম্বরও দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন৷
আফগানিস্তানে একটানা ২০ বছর ধরে ছিল মার্কিন সেনা৷ মূলত তাঁরাই তালিবানি কব্জা থেকে মুক্তি এনে দিয়েছিল আফগানদের৷ তবে জো বাইডেন আমেরিকার ক্ষমতায় আসার পরেই চিত্রটার বদল হয়৷ যদিও বাইডেন জানিয়েছেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরানো নিয়ে তাঁর কোনও আক্ষেপ নেই৷ বাইডেন আরও জানিয়েছেন, তিনি তাঁর সিদ্ধান্তের পিছনে পুরোপুরি দাঁড়িয়ে আছেন।
Read full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন