Advertisment

আরও সংশোধিত হবে নাগরিকত্ব সংশোধনী আইন? তিন মাস সময় চাইল শাহের মন্ত্রক

যে কোনও আইনের বিধি প্রণয়ন করতে বা এর মেয়াদ বৃদ্ধি করতে গেলে রাষ্ট্রপতির অনুমোদনের ছয় মাসের মধ্যে সে বিষয়ে আর্জি জানাতে হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বিধি প্রণয়নের জন্য স্বরাষ্ট্র মন্ত্রক আরও অতিরিক্ত তিন মাসের সময় চেয়েছে, রবিবার এমনটাই জানিয়েছেন মন্ত্রকের আধিকারিকেরা।

Advertisment

সংসদীয় সম্পর্কিত ম্যানুয়াল অনুসারে সাবঅর্ডিনেট আইন সম্পর্কিত যে স্থায়ী কমিটি রয়েছে সেখানে এই আর্জি জানানো হয়। যে কোনও আইনের বিধি প্রণয়ন করতে বা এর মেয়াদ বৃদ্ধি করতে গেলে রাষ্ট্রপতির অনুমোদনের ছয় মাসের মধ্যে সে বিষয়ে আর্জি জানাতে হয়।

আরও পড়ুন, ভারতের গণতন্ত্র ভেঙে গিয়েছে, মেহবুবার মুক্তির দাবিতে সোচ্চার রাহুল

প্রসঙ্গত, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানের নিপীড়িত অ-মুসলিম সংখ্যালঘুদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার সুবিধার্থে বিতর্কিত সিএএ প্রায় আট মাস আগে সংসদে পাস হয়েছিল এবং তা নিয়ে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ চলেছে।

সংবাদসংস্থা পিটিআইকে এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছে, "স্বরাষ্ট্র মন্ত্রক সিএএ-র বিধি তৈরি করতে অতিরিক্ত তিন মাস সময় চেয়েছে। আইন সংক্রান্ত বিভাগ সম্পর্কিত স্থায়ী কমিটির কাছে এই আবেদন করা হয়েছে।" আইনগুলির ন্যায্যতা সম্পর্কিত বিষয় খুঁটিয়ে দেখতেই এই সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রক।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

amit shah caa
Advertisment