Advertisment

আবারও ভেঙে পড়ল বায়ুসেনার বিমান, পাইলটের মৃত্যু

শুক্রবার সন্ধে নাগাদ আচমকা ভেঙে পড়ে বায়ুসেনার চপার। যান্ত্রিক ত্রুটির জেরেই বিপত্তি? তদন্ত চলছে।

author-image
IE Bangla Web Desk
New Update
MiG-21 aircraft crashes in Rajasthans Jaisalmer, pilot dead

ভেঙে পড়ল বায়ুসেনার চপার।

ফের মাঝ আকাশে ভেঙে পড়ল বায়ুসেনার বিমান। শুক্রবার সন্ধেয় রাজস্থানের জয়সলমীরে ভেঙে পড়ে বায়ুসেনার মিগ-২১ বিমান। জয়সলমীরের পুলিশ সুপার জানিয়েছেন, শুক্রবার সন্ধেয় মরুভূমি জাতীয় উদ্যানের কাছে ভেঙে পড়ে বিমানটি।

Advertisment

ফের ভেঙে পড়ল বায়ুসেনার বিমান। এবার দুর্ঘটনাস্থল রাজস্থানের জয়সলমীর। জানা গিয়েছে, শুক্রবার সন্ধেয় জয়সলমীরে বায়ুসেনার ঘাঁটি থেকে উড়েছিল বিমান। প্রশিক্ষণের সময় তা আচমকা ভেঙে পড়ে। দুর্ঘটনার জেরে হর্ষিত সিনহা নামে এক পাইলটের মৃত্যু হয়েছে। জয়সলমীরের পুলিশ সুপার অজয় সিং জানিয়েছেন, ভারতীয় বায়ুসেনার একটি মিগ-২১ বিমান মরুভূমি জাতীয় উদ্যানের (ডিএনপি) আওতাধীন এলাকায় ভেঙে পড়ে।

বিমানটি জয়সলমীর এয়ারবেস থেকে উড়েছিল। তিনি আরও জানিয়েছেন, এই দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যায় স্থানীয় পুলিশ। দ্রুত বিষয়টি বায়ুসেনা কর্তৃপক্ষকে জানানো হয়। চপার দুর্ঘটনাটি প্রথমে এক বনরক্ষীর নজরে এসেছিল। পরে ওই ব্যক্তিই ঘটনাটি পুলিশকে জানিয়েছিলেন।

জানা গিয়েছে, শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ জয়সলমীরের বিমানঘাঁটি থেকে ওড়া চপারটি ভেঙে পড়ে। ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে বায়ুসেনার তরফে। বিমান দুর্ঘটনা নিয়ে টুইটে বাযুসেনার তরফে জানানো হয়েছে, ''গভীর দুঃখের সঙ্গে জানানো হচ্ছে, IAF-এর বিমান দুর্ঘটনায় উইং কমান্ডার হর্ষিত সিনহার দুঃখজনক মৃত্যু হয়েছে। বায়ুসেনা তাঁর পরিবারের সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে।''

আরও পড়ুন- শুধু ভ্যাকসিনেই রেহাই নেই, ওমিক্রন-সংক্রমণ এড়াতে মানতেই হবে কোভিড-বিধি

জয়সলমীরের এই দুর্ঘটনা ফের মনে করিয়ে দিল তামিলনাড়ুর কুন্নুরের ভয়াবহ সেই দুর্ঘটনার কথা। চপার ভেঙে প্রাণ হারান দেশের প্রথম চিফ অফ ডিফেন্স মেজর জেনারেল বিপিন রাওয়াত। মর্মান্তিক সেই দুর্ঘটনায় মৃত্যু হয় রাওয়াতের স্ত্রী-সহ আরও ১৩ সেনাকর্তা-জওয়ানের। ঠিক কী কারণে ওই দুর্ঘটনা, তার প্রকৃত তথ্য এখনও মেলেনি। তদন্ত চলছে। সেই ঘটনার মাস খানেকের মাথায় ফের একবার বায়ুসেনার চপার ভেঙে মৃত্যু উইং কমান্ডারের।

ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখন টেলিগ্রামে, পড়তেথাকুন

rajasthan plane crash IAF
Advertisment