MiG 21 fighter jet crashes in Himachal Pradesh: আবারও ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান। এদিন দুপুরে হিমাচল প্রদেশের কাংরা জেলার পাত্তা জাইতান গ্রামে ভেঙে পড়ল মিগ ২১ যুদ্ধ বিমান। দুর্ঘটনায় পাইলটের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। কাংরার পুলিশ সুপার সন্তোষ পাতিয়াল দুর্ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন যে, দুপুর দেড়টা নাগাদ বায়ুসেনার ওই বিমানটি ভেঙে পড়ে। পাঠানকোটে বায়ু সেনার ঘাঁটি থেকে উড়েছিল বিমানটি।
src="https://www.youtube.com/embed/MFB6rP8j7b8" width="100%" height="415" frameborder="0" allowfullscreen="allowfullscreen">
এ নিয়ে গত দু’ মাসে দু’বার মিগ ২১ মডেলের বিমান ভেঙে পড়ল। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার তদন্তের নির্দেশ জারি করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন বায়ুসেনার কর্তারা। দুর্ঘটনাস্থল খতিয়ে দেখছেন তাঁরা।
বিমান ভেঙে পড়ার পরই দুর্ঘটনাস্থলে ভিড় করেন গ্রামবাসীরা।
দুর্ঘটনার পর উদ্ধারকাজে একটি চপার আনা হয়। বিমানটি ভেঙে পড়ার পরই আগুন লেগে যায়, পরে তা নেভানো হয়।