New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/11/navy1.jpg)
ছবি- উইকিমিডিয়া
শুক্রবার নৌবাহিনীর তরফে জানান হয়েছে বৃহস্পতিবার বিকেল ৫টার সময় দুর্ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যে এক বিমান চালককে উদ্ধার করা সম্ভব হয়েছে।
ছবি- উইকিমিডিয়া
নৌবাহিনীর মিগ-২৯ যুদ্ধবিমানের প্রশিক্ষণ চলাকালীন সমুদ্রে ভেঙে পড়ে বিমানটি। শুক্রবার নৌবাহিনীর তরফে জানান হয়েছে বৃহস্পতিবার বিকেল ৫টার সময় দুর্ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যে এক বিমান চালককে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে সঙ্গী পাইলটের খোঁজ চালানো হচ্ছে।
ভারতীয় নৌবাহিনীর তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, একজন পাইলটকে সমুদ্রপৃষ্ঠ থেকে উদ্ধার করা গেলেও চালকের সঙ্গী পাইলটের খোঁজ পাওয়া যায়নি এখনও। তাঁর সন্ধানে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
A MiG-29K trainer aircraft of Indian Navy operating at sea ditched at about 1700 hrs on 26 Nov 20.
One pilot has been recovered and search by air and surface units is in progress for the second pilot.
An inquiry has been ordered to investigate the incident.@IndianExpress— Man Aman Singh Chhina (@manaman_chhina) November 27, 2020
নৌবাহিনীর তরফে দুর্ঘটনার তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
Read the story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন