Advertisment

আত্মঘাতী পরিযায়ী শ্রমিক, উত্তরপ্রদেশে চাঞ্চল্য

প্রায় দু'মাস চরম দুরাবস্থায় কাটানোর পর ঘরের ছেলে ঘরে ফিরেছিল। স্বস্তি ফিরেছিল পরিবারের। কিন্তু তা স্থায়ী হল না।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রতীকী ছবি

প্রায় দু'মাস চরম দুরাবস্থায় কাটানোর পর ঘরের ছেলে ঘরে ফিরেছিল। স্বস্তি ফিরেছিল পরিবারের। কিন্তু তা স্থায়ী হল না। গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন উত্তরপ্রদেশের মিশিভান গ্রামের পরিযায়ী শ্রমিক সুনীল (১৯)। পাঁচ দিন আগেই মুম্বই থেকে গ্রামের বাড়িতে ফিরেছিল সে।

Advertisment

কামাশিন থানার তরফে জানানো হয়েছে যে, শুক্রবার সকালে গলায দড়ি দিয়ে আত্মঘাতী হয় সুনীল। দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন- কোভিড সংকট মেটাতে জিএসটির উপর দুর্যোগ কর বসানোর পরিকল্পনা অর্থমন্ত্রকের

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, মুম্বাইয়ের এক স্টিল কারাখায় কাজ করত সুনীল। লকডাউনের ফলে তা বন্ধ হয়ে গিয়েছে। লকডাউনের কারণে সে মুম্বইতেই আটকে পড়েছিল। অত্যন্ত করুন করুণ পরিণতি হয় তার। পরে শ্রমিক স্পেশাল ট্রেনে করে পাঁচ দিন আগেই বাড়ি ফেরে সে। লকডাউনের জন্য তার বাবা এখনও গুজরাটে আটকে রযেছে।

কী কারণে আত্মঘাতী হল তা এখনও জানা সম্ভব হয়নি বলে দাবি পুলিশের। গোটা ঘটনার তদন্ত শুরু হযেছে বলে জানিয়েছেন, কামাশিন থানার পুলিশ আধিকারিক ওমকার সিং।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Migrant labourer uttar pradesh
Advertisment