Advertisment

'তোমার বাবা কি তোমায় কাজ দিয়েছিলেন?', পরিযায়ী শ্রমিক কাজ চাওয়ায় মন্তব্য জেডিইউ বিধায়কের

কোয়ারেন্টিনে থাকা পরিযায়ী শ্রমিকদের প্রতি অসংবেদনশীল মন্তব্যের অভিযোগ উঠল বিহারের জেডিইউ বিধায়ক রন্ধীর কুমার সোনির বিরুদ্ধে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কোয়ারেন্টিনে থাকা পরিযায়ী শ্রমিকদের প্রতি অসংবেদনশীল মন্তব্যের অভিযোগ উঠল বিহারের জেডিইউ বিধায়ক রন্ধীর কুমার সোনির বিরুদ্ধে। বিধায়কের মন্তব্য ভাইরাল হতেই সমালোচনার ঝড় উঠেছে। শাসক দলের বিধায়ককের কড়া সমালোচনা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা আরজেডি সুপ্রিমো তেজস্বী যাদব।

Advertisment

নিজেদের রাজ্যে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা। কিন্তু, স্বাস্থ্যবিধি মেনে তাদের থাকতে হচ্ছে কোয়ারেন্টিনে। বিহারের চান্দি গ্রামে এইরকমই এক কোয়ারেন্টিন সেন্টারে গত ২২ মে হাজির হন শেখপুরার জেডিইউ বিধায়ক রন্ধীর কুমার সোনি। সেন্টার ঘুরে দেখার ফাঁকেই বিধায়ককে এক পরিযায়ী জিজ্ঞাসা করেন, 'বিহার ও কেন্দ্রে এনডিএ সরকার রয়েছে। কিন্তু, কেন কর্মসংস্থান হচ্ছে না?'

আরও পড়ুন- LIVE: প্রথম দশে ভারত, দেশে মোট করোনা আক্রান্ত ১,৩৮,৮৪৫ জন

প্রশ্ন শুনেই বিধায়ক রন্ধীর কুমার সোনির মেজাজ সপ্তমে চড়ে যায়। এক নিশ্বাসে তিনি বলেন, 'তোমার বাবা, যিনি তোমার জন্ম দিয়েছেন- তিনি কি তোমায় চাকরি দিতে পেরেছেন?' এরপর কেউই আর কথা এগোয়নি। পরে অন্য আরেকটি কোয়ারেন্টিন সেন্টারে চলে যান বিধায়ক।

মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দলের বিধয়কের মন্তব্য 'অ-সংবেদনশীল' বলে কটাক্ষ করেন বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব। সমালোচনার মুখে পড়ে জেডিইউ বিধায়ক রন্ধীর কুমার সোনি বলেছেন, 'সমগ্র পরিযায়ীদের উদ্দেশ্য করে তিনি কিছু বলেননি। বহু দিনের পরিচিত ব্যক্তির প্রতি আমি ওই কথা বলেছিলাম।'

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bihar Migrant labourer
Advertisment